• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ফিসারি দখল ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন ছেলেদের রক্তের ওপর দাঁড়িয়ে পুরনো রাজনীতি করতে দিব না ……… হাসনাত কাইয়ুম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছেন পাকুন্দিয়ার রাসেল ভৈরবে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ভৈরবে নাশকতা চেষ্টার অভিযোগে একজন আটক, থানায় সোপর্দ ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ভৈরব দিয়ে যান চলাচল বন্ধ, চলেছে ব্যক্তিগত গাড়ি ও রিকশা ভৈরবে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান

ভৈরবে শিক্ষক হেনেস্তাকারী যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

# এম.আর রুবেল :-
ভৈরবে স্কুলে ঢুকে মানিকদী পূর্বকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাসুদকে হেনস্তা ও মারধর করার অভিযোগে যুবলীগ নেতা আজিম রানা ভূঁইয়াকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক। ঘটনার পরদিন সোমবার সকালে মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করার দাবিতে আজ ২ জুলাই বুধবার দুপুর ১২টায় উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
গজারিয়া ইউনিয়ন বিএনপি নেতা হারিছুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আকরাম হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, মুফতী শেখ শাব্বীর আহমাদ, গজারিয়া ১নং ওয়ার্ড (পূর্বকান্দা) ইউপি সদস্য সেলিম মিয়া, গজারিয়া ইউনিয়ন জামায়েত ইসলামির সেক্রেটারি শফিকুল ইসলাম ইমরান, খেলাফত মজলিসের ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আল-আমীন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য আতিকুল ইসলাম, গণ অধিকার পরিষদের নেতা মাসুম পারভেজ, জাগ্রত ইনসাফের সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, মাওলানা মুজাহিদুল ইসলাম, পারভেজ সিকদার প্রমুখ।
বক্তারা বলেন, আজিম রানা ভূঁইয়া একজন মাদকাসক্ত, সন্ত্রাসী। সে শিক্ষককে লাঞ্ছিত করেছে। তার বিরুদ্ধে মামলা হলেও তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। এছাড়াও তারা বলেন, মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আজিম রানা ভূঁইয়াকে গ্রেপ্তার করে নিয়ে আসতে চাইলে কিছু যুবক ও মহিলারা পুলিশের হাতে কামড়িয়ে আজিমকে ছিনিয়ে নেয়। এটা খুবই দুঃখজনক। এঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *