• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নবীনগর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত ইসলামের দৃষ্টিতে তাপপ্রবাহ ও আমাদের করণীয় : সংকলনে- ডা. এ.বি সিদ্দিক করিমগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে আহত শহীদুল থাইল্যান্ডে প্লাস্টিক সার্জারি শেষে ফিরেছেন দেশে আবারও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভৈরব পৌরসভার পক্ষ থেকে ৫ হাজার মাস্ক বিতরণ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে স্ক্যাবিস, কেন গণহারে সবাই আক্রান্ত হচ্ছে এবং চিকিৎসায় নির্মূল করা যাচ্ছে না তার কারণ এবং করণীয় সম্পর্কে জানুন ৫ রাজাকারের হত্যাকারী দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নবীনগরে ব্রিজ ভেঙে গভীর গর্ত, ঝুঁকিতে যানচলাচল ভৈরবে কালনী এক্সপ্রেস ট্রেনে যাত্রী হয়রানীর অভিযোগে ৬ জন গ্রেপ্তার হোসেনপুর দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন, সম্পাদক সুমন, কোষাধ্যক্ষ মাহবুব

যৌতুক নির্যাতন ও স্বামীর পরকীয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে স্ত্রী শিরিনা বেগমের চোখভেজা অভিযোগ

# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
ভৈরবে এক হৃদয়বিদারক সংবাদ সম্মেলনে স্বামীর পরকীয়া, যৌতুক দাবি এবং শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মোছা. শিরিনা বেগম নামে এক ভুক্তভোগী নারী। ৪ জুন মঙ্গলবার দুপুরে ভৈরব দুর্জয় মোড় এলাকার আমেনা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগগুলো উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে শিরিনা বেগম জানান, ভৈরব পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র মো. কবির হোসেন (৪৬) এর সাথে পারিবারিকভাবে ২০০২ সালের ১১ মার্চ একই এলাকার মো. হেলাল উদ্দিনের কন্যা মোছা. শিরিনা বেগমের ইসলামী শরীয়াহ ও রেজিস্ট্রি কাবিননামা মোতাবেক বিয়ে হয়। বিয়ের দীর্ঘ ২২ বছরের সংসারে তাদের ৩ পুত্র ও ১ কন্যা রয়েছে। তবে সংসারজীবন শান্তিপূর্ণ ছিল না বরং একপর্যায়ে তার স্বামী বিদেশ যাওয়ার জন্য ৪ লক্ষ টাকা যৌতুক দাবি করেন। তিনি যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে এবং সন্তানদের শারীরিকভাবে নির্যাতন করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, নির্যাতনের ঘটনায় তিনি কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও যৌতুক নিরোধ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। এতে আদালত স্বামী কবির হোসেনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রী শিরিনা আদালতে ক্ষমা চেয়ে স্বামী কবির হোসেনকে বাড়িতে ফেরত আনেন। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।
শিরিনা বেগম অভিযোগ করেন, চলতি বছরের ২৬ মে সোমবার তার স্বামী গোপনে দ্বিতীয় বিবাহ করেন, যার জন্য তার ছেলের পাঠানো ৫০ হাজার টাকাও ব্যবহার করেন। বর্তমানে তিনি ও তার সন্তানদের বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না এবং সন্তানদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
তিনি দাবি করেন, তার বড় ছেলে বিদেশে অবস্থান করলেও তার পাঠানো প্রায় ১৫ লক্ষ টাকা দিয়ে স্বামী কবির হোসেন নিজ নামে বাড়ি নির্মাণ করেন, কিন্তু শিরিনা বেগম ও তার সন্তানদের সেখানে আশ্রয় দেননি। বর্তমানে মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে শিরিনা বেগম প্রশাসনের প্রতি আবেদন জানান, তাকে এবং তার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং স্বামী কবির হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এ সময় তিনি কান্নাভেজা কণ্ঠে বলেন, আমি সন্তানদের ভবিষ্যতের জন্য আরেকবার সংসারে ফিরতে চাই, কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *