# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ সংগঠক রুহুল কুদ্দুছ ভূঁইয়া জনি গ্রেপ্তার হয়েছেন। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানিয়েছেন, আজ ১৯ মে সোমবার দুপুরে পুলিশ ঢাকার মতিঝিল এলাকা থেকে জনিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মিছিলে হামলার ঘটনায় নিকলী থানায় একটি মামলা রয়েছে বলে ওসি জানিয়েছেন। জনি সর্বশেষ নির্বাচনের আগের নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন।