# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড পশ্চিম ধুলজুরী এলাকায় দীর্ঘ দিন ধরে রাস্তার সংস্কার নেই। ফলে সংস্কারের অভাবে এ রাস্তায় জন দুর্ভোগ দেখা দিয়েছে। হোসেনপুর থানা ধুলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তার জীবের গড় এলাকায় জহিরুল ইসলামের বাড়ি হতে জজ মিয়ার বাড়ী পর্যন্ত ৮০ ফুট রাস্তাটি ভাঙ্গনের ফলে বেহাল অবস্থা দেখা দিয়েছে। বর্ষার মৌসুমে রাস্তার মাটি সরে গিয়ে ভাঙ্গন ও কাদার সৃষ্টি হয়। ভাঙ্গনকৃত রাস্তা দিয়ে এলাকার উৎপাদিত কৃষি পন্য নিয়ে সম্ভব হচ্ছে না।
স্থানীয়রা জানান, বিভিন্ন সময়ে পৌর কতৃপক্ষ উক্ত রাস্তার সংস্কার ও উন্নয়নের জন্য মাপ ঝোক করলেও অদৃশ্য কারনে তা আলোর মুখ দেখেনি ভুক্তভোগী মো. রাজিব মিয়া জানান, বর্ষার কালে এ রাস্তা দিয়ে আমরা চলাচল করতে পারি না। স্কুলগামী শিশু ও বৃদ্ধরা এ ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচলের সময় আহত হওয়ার ঘটনা ঘটেছে। সংরক্ষিত ২ আসনের সাবেক পৌর কাউন্সিলর পারভীন আক্তার বলেন, রাস্তা উন্নয়ন ও সংস্কারের জন্য প্রস্তাব করা হলেও তা বাস্তবায়ন হয়নি।