# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলা ঘটনায় পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ দুইজনকে কারাগারে প্রেরণ করেছে থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব।
২৭ এপ্রিল রোববার বিশেষ অভিযান পরিচালনা করে দুপুরে পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন (২৫) ও বিকালে উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিয়া (৪৭)কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা ইমদাদুল হক ইমন পৌর শহরের আলিম সরকার বাড়ির বাক্কী মিয়ার ছেলে ও আওয়ামী লীগ নেতা দ্বীন ইসলাম উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব বলেন, গত ১৯ জুলাই বেআইনি ভাবে জনতাবদ্ধ হয়ে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের উপর হামলায় জড়িত ছিল ইমন ও দ্বীন ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, মামলার এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।