# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১টি বিদেশী পিস্তল, ম্যাগজিন ভর্তি ৬ রাউন্ড গুলিসহ শরীফ (৪৫) ও মো. মনির হোসেন (২৫) নামে দুইজনকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। ২৬ এপ্রিল শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা চান্দপুর ইউনিয়ন মণ্ডলভোগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শরীফ মিয়া চান্দপুর ইউনিয়ন পূর্ব মণ্ডলভোগ গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ও মো. মনির হোসেন একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
জানা যায়, ভাট্ট হাওর তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, এস.আই ফখরুল ইসলাম, এ.এস.আই মাসুদ রানাসহ পুলিশের ৭ সদস্য একটি টিম মণ্ডলভোগ গ্রামের ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শরিফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে শরিফ মিয়া ও মনির হোসেনকে আটক করা হয়। এ সময় মনির হোসেনের বডি তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ম্যাগজিন ভর্তি ৬ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ভাট্টা হাওর তদন্ত কেন্দ্রের নিয়মিত টহলটিম ধর্ষণ মামলার ওয়েন্টভুক্ত আসামি শরিফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন ভর্তি ৬ রাউন্ড গুলিসহ দুই জনকে আটক করে। তাদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে। আসামিদের রোববার সন্ধ্যায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।