# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে কুরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ড রুখতে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ইমাম উলামা পরিষদের নেতারা। ২৫ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা বাসস্ট্যান্ড দুর্জয় মোড় নূরানী মসজিদের সামনে হেফাজতে ইসলাম ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
ভৈরব জামে মসজিদ খতিব হাফেজ জামাল উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শায়খুল হাদীস মাওলানা আব্দুল আহাদ, শাহী মসজিদ খতিব মুফতি উমর ফারুক, নুরানী মসজিদ খতিব মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী, মুফতি রাফি উদ্দিন, মাওলানা উসমান গণী, ডাক্তার মাওলানা আনাস মাহমুদ, মাওলানা শফিকুল ইসলাম রিয়াজী, মুফতি নাজমুল ইসলাম, মুফতি আশরাফুল ইসলাম রাদিফ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশের সার্বিক সঞ্চালনায় ছিলেন, খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল।
আলোচনা সভায় বক্তারা বলেন, যৌন কর্মীদের শ্রম অধিকার বলতে কিছু নেই। এটা সুস্পষ্ট নোংরামি এবং কুরআন সুন্নাহ বিরুদ্ধ কর্মকাণ্ড। বরং সরকার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আনতে পুনর্বাসন করলেই তারা বেশি উপকৃত হবে।
নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল করতে হবে। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল থাকতে হবে। ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত আলেম উলামাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া শাপলা চত্বরসহ সকল গণহত্যার দ্রুত বিচার কার্যক্রম শুরু করতে হবে। ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ করতে হবে। ওয়াক্ফ সংশোধনী আইন পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। ভারতের মুসলিমদের উপর অত্যাচার ও তাদের হত্যা বন্ধ না হলে শীঘ্রই ভারত অভিমুখে লং মার্চের ডাক দেয়া হবে।
বক্তারা আরো বলেন, এ দেশে কুরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ড করতে দেয়া হবে না। সরকারকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, সংস্কারের নামে কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন বিষয় প্রণয়ন করার অপচেষ্টা করলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে কঠোর আন্দোলন হবে।