• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন |
  • English Version

গাজায় হামলার প্রতিবাদে ভৈরবের প্রতিবাদী ছাত্র যুবকদের বিক্ষোভ মিছিল

# মিলাদ হোসেন অপু :-
ফিলিস্তিনি যুদ্ধবিরতি ভঙ্গ করে পুনরায় প্রায় ৩৫০ ফিলিস্তিনি হত্যার প্রতিবাদ, গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কিশোরগঞ্জের ভৈরবের প্রতিবাদী যুব ও ছাত্র সমাজ। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, মাওলানা শাহরিয়ার, মোহাম্মদ ফাহিম, মো. জাহিদুল ইসলাম, মো. সিয়াম ও হাফেজ মোশাররফ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ট্রাম্পের পূর্ণ সমর্থন নিয়ে ফিলিস্তিনিদের উপর আবারো বর্বর হামলা শুরু করেছে ইসরায়েলি সন্ত্রাসীরা। ৩৫০ ফিলিস্তিনি নারী পুরুষ শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। তারা যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের নারী ও শিশুদের ওপর ইসরায়েল যে নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে, দ্রুত এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।
এছাড়াও তারা আরও বলেন, মুসলিম বিশ্বের বিভক্তির কারণেই ইসরায়েলের মতো অপশক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বারবার মুসলিম বিশ্বের ওপর হামলা করে হত্যাযজ্ঞ চালাচ্ছে। তাই, মুসলিম বিশ্বের নেতাদেরকে একতাবদ্ধ হয়ে ইসরায়েলের মতো এই ধরনের অপশক্তির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান বক্তারা।
দ্রুত সময়ের মধ্যে হত্যাযজ্ঞ বন্ধ না করলে সারা দেশ ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন ভৈরবের প্রতিবাদী যুব ও ছাত্র সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *