• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

বাজিতপুরের ১১ ইউনিয়নে চলছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

# মোহাম্মদ খলিলুর রহমান :-
উৎসব মুখর পরিবেশে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১ পৌরসভা ও ১১টি ইউনিয়নে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ চলছে। তথ্য সংগ্রহকারীদের তথ্যের উপর ভিত্তি করে র্নিভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষে উপজেলা ব্যাপি ছবি তোলার কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।
১৬ মার্চ রোববার বাজিতপুর পৌরসভায় সকাল ৯টায় থেকে শুরু করে বিরামহীন ভাবে বেলা ৪টা পর্যন্ত ছবি তোলাসহ ভোটার তালিকা কার্যক্রম চলবে। ১৭ মার্চ সোমবার গাজিরচর ইউনিয়ন পরিষদের নতুন ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম চলে যা ধারাবাহিক ভাবে বাজিতপুর উপজেলা প্রতিটি ইউনিয়নে চলবে।
গাজিরচর ইউনিয়ন পরিষদে ছবিসহ ভোটার হওয়ার কার্যক্রম উদ্বোধন করেন বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মদ আলী, এই সময় উপস্থিত ছিলেন, গাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূইয়া, গাজিরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. নাছিমা আক্তার, ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আলী, ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মো. নাজিম উদ্দিন জুলহাস, ইউনিয়ন পরিষদের সদস্য মো. সজিব মিয়া।
বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মদ আলী বলেন, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কর্মপরিকল্পনার বাজিতপুর পৌরসভা শেষ করেছি। এখন ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিক ভাবে ৩ এপ্রিল পর্যন্ত চলবে। তারপরও যদি কেউ তথ্য ফরম পূরণ করার পর বর্তমান নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে না পারে তাহলে দুশ্চিন্তার কোন কারণ নেই। আগামী ৪ এবং ৫ এপ্রিল আবারো বাজিতপুর উপজেলা পরিষদ হল রুমে বাদ পড়া ভোটারদের রেজিস্ট্রেশন করা হবে। ওই ২ দিন সদর উপজেলার যেকোনো ইউপি এবং পৌরসভার বাদপড়া ভোটাররা রেজিস্ট্রেশন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *