# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বাজার সিন্ডিকেট ভাঙতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিনা লাভের দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি মিলছে সয়াবিন তেল। শহরের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান বা দোকানে ভোজ্যতেল না পাওয়া গেলেও বিনা লাভের দোকানে মিলছে ১ লিটার সয়াবিন তেল। দামও রয়েছে হাতের নাগালে। বাজার মূল্যের চেয়ে ১০/১৫ টাকা বেশি দামে বিক্রি করছে দোকানিরা। এই সিন্ডিকেট ভাঙতেই ১৪ মার্চ শুক্রবার থেকে শুরু হয়েছে ভোজ্যতেল বিক্রি।
জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০ মার্চ থেকে পৌর শহিদ মিনার চত্বরে বিনা লাভে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা-বেচা কার্যক্রম শুরু হয়েছে। দোকান বসার সাথে সাথে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ন্যায্য দামে পণ্য পেয়ে ভিড় জমিয়েছেন বলে ক্রেতারা দাবি করেন। এসময় ক্রেতারা বৈষম্যবিরোধী আন্দোলনের ভৈরব থেকে প্রথম সাড়িতে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।
কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরিফুল হক জয়ের নেতৃত্বে বিনা লাভের বাজার পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন যুগ্ম-আহ্বায়ক আতিকুজ্জামান আলভি, অন্যতম সদস্য তানভির আহমেদ, অন্যতম সংগঠক জুবায়েদ মাহমুদ, ভৈরব ছাত্র আন্দোলন প্রতিনিধি গোলাম মহিউদ্দিন, মোহাম্মদ কাইজার, আহমেদ রোহান, ইফতি শিকদার, আরকে রিসান কবির, মেহেদি হাসান, সোহেল মিয়া, নাহিদ, মোহাম্মদ, ফারদিন ও পলক আহমেদসহ শিক্ষার্থীরা।
পণ্য নিতে আসা ক্রেতা রুহুল আমিন বলেন, বিগত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম ছিল তা অনেক বেশি ছিল। বর্তমানে কয়েকটি পণ্য ছাড়া নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কম। তবে বাজারে দীর্ঘ দিন যাবত ভোজ্যতেলের দাম অনেক বেশি এমনকি দোকান থেকে তেল কিনতে পাওয়া যাচ্ছে না। যদিও পাওয়া যায় কেনা দামের থেকে ৪০/৫০ টাকা বেশি দিয়ে কিনতে হয়। আজকে শিক্ষার্থীদের বিনা লাভের বাজারে ১৭৫ টাকা লিটার তেল পাওয়া গেছে। তাই নিজের জন্য কিনে নিলাম। বাজারে গেলে এই ১ লিটার তেলই ১৮৫/১৯০ টাকা দিয়ে কিনতে হয়। এমন ভাবে বিনা লাভের বাজার চলতে থাকলে দ্রুত সময়ের মধ্যে বাজার সিন্ডিকেট ভেঙে যাবে।
আরেক ক্রেতা রহিমা বেগম বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাছ থেকে ন্যায্যমূল্যে চাল, ডাল, পেঁয়াজ, টমেটো ও লেবুসহ বিভিন্ন পণ্য কম দামে কিনতে পারছি। যা বিগত দিনে এমন দাবে পাইনি। স্বপ্নেও ভাবতে পারিনি এখান থেকে কম দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবো।
এ দিকে বিনা লাভের দোকান ঘুরে দেখা যায়, এই দোকানে চাল ৫৫ টাকা কেজি, তেল ১৭৫ টাকা, চিনি ১১০ টাকা, পেঁয়াজ ২৯ টাকা, রসুন ৬০ টাকা, আলু ১৮ টাকা, ডাল ১০০ টাকা, বেগুন ৩০ টাকা, শসা ২০ টাকা, লেবু ৪০ টাকা, টমেটো ১০ টাকা, শিম ২৫ টাকা, মরিচ ৩০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা ও ছোলা ৯৫ টাকায় বিক্রি করা হচ্ছে। পবিত্র মাহে রমজানে জন মনে স্বস্তি ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরিফুল হক জয় বলেন, ব্যবসায়ীদের ক্ষতি করতে আমাদের এই ব্যবস্থা নয়। কিছু দুষ্কৃতকারী ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই কর্মসূচি গ্রহণ করেছি। বাজারে তেলের সংকট দেখা দিয়েছে কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য। ১৭৫ টাকার তেল ১৯০ টাকায় বিক্রি করছে। আজ থেকে ১৭৫ টাকা লিটার তেল বিক্রি করছি। ব্যবসায়ীরা যদি বাজারে সিন্ডিকেট বন্ধ করে তাহলে আমাদের বিনা লাভের দোকান বসানোর প্রয়োজন হবে না। আর যদি না করে আপাতত ঈদ পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।