# উজ্জ্বল কুমার সরকার :-
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
র্যালি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ উজ্জ্বল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. সাহাবুল ইসলাম ও উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্যোগ প্রস্তুতি হিসেবে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।