# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের বাজিতপুরে ৫৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা নিয়ে দুই আন্তঃজেলা মাদক কারবারি নারীসহ তিন মাদক কারবারি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এরা হলেন ঢাকার কেরানিগঞ্জের মান্দাইল এলাকার আরিফ হোসেনের স্ত্রী মনি বেগম (৩৫), মৌলভীবাজার সদর উপজেলার কাজীরগাঁও এলাকার মৃত বাবুল আহমেদের স্ত্রী আলেয়া খাতুন (৪০) ও বাজিতপুরের কৈলাগ এলাকার মৃত হাজী কামাল উদ্দিনের ছেলে হৃদয় মিয়া (২৫)। তাদেরকে ৭ মার্চ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাজিতপুর থানার উপ-পরিদর্শক মাশরিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে বলিয়ার্দি ইউনিয়নের ঘোড়াধারা এলাকায় নদীর পাড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এসব গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা (নং ৭) দায়ের করে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন।