#মিলাদ হোসেন অপু :-
ভৈরবে শতবর্ষী খাল বাদশা বিল জলমহাল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। আজ শনিবার (১ মার্চ) বিকালে পৌর শহরের কালিপুর বাদশা বিল এলাকায় পরিদর্শন শেষে মতবিনিময় সভা করেন তিনি। এসময় বাদশা বিল এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন৷ এছাড়া চলতি বছরে পাওয়া ইজারাদার প্রতিনিধি পৌর যুবদল সদস্য সচিব জোবায়ের আল মাহমুদ আফজাল উপস্থিত ছিলেন। এসময় স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন, বাদশা বিল এলাকার নাসির মিয়া, দুলাল মাস্টার, ডাক্তার শহিদ মিয়া ও শফিক মিয়া প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ইজারাদারদের ও স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, সরকারি নিয়ম মেনেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইতিমধ্যে ইজারা হয়ে গেছে তবে বিগত দিনে ইজারাদারদের যে অসাধাচারণ ছিল সে দিকে নজরদারি করা হবে।
জানা যায়,বাদশা বিলের অধিকাংশ জমি স্থানীয়দের নিজস্ব ও পৈত্রিক সম্পত্তি। যার পুরোটাই চলে গেছে ইজারাদারদের দখলে। বাদশা বিলকে ঘিরেই রয়েছে আশপাশের পাঁচ গ্রামের মানুষের জীবিকা নির্ভরতা। জলমহালটি রয়েছে পৌর শহরের কালিপুর এলাকায়। খালটিতে জড়িয়ে রয়েছে মহেশপুর, রামশংকরপুর, রামকৃষ্ণপুর এলাকার ১০ হাজার পরিবার। শত বছর জলমহালটি উন্মুক্ত থাকলেও দীর্ঘ ২০ বছর যাবত ইজারাদারদের দখলে চলে গেছে। এতে হারিয়ে গেছে মৎস্যজিবী জেলে পরিবার। পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে পেশাদার জেলেরা।
এদিকে ঐতিহ্যবাহী জলমহাল ফিরে পেতে ও ইজারা বাতিলের দাবিতে ১৮ ফেব্রুয়ারি মানববন্ধন ও মিছিল করেছে পাঁচ গ্রামের নারী পুরুষসহ কয়েক শতাধিক পরিবার। ওইদিন উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বরাবর লিখিত আবেদন দিয়েছে কালিপুর গ্রামের বাদশাহ বিল জলমহাল এলাকার বাসিন্দারা।
লিখিত আবেদনের প্রেক্ষিতে আজ বিকালে সরেজমিনে বাদশা বিল পরিদর্শন করেন তিনি। সরকারি খাস জমি ছাড়া কারো ব্যক্তিগত জমিতে যেন না যায় ও তাদের জমি দখলমুক্ত রাখে নতুন ইজারাদারদের সেই নির্দেশনা দেন তিনি৷
স্থানীয় সূত্রে জানা যায়, খালটিতে সরকারি খাস জমি রয়েছে ৩০% আর ইজারার ফলে দখল করে রাখা হয়েছে শতভাগ। জমি মালিকানায় খালে রয়েছে ১০ একর ১৯ শতাংশ। সরকারি খাস জমি রয়েছে প্রায় ১ একর। বাজিতপুর দেওয়ানী আদালতে ইতিমধ্যে জমির মামলা চলামান রয়েছে।