# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের ফুলদি গ্রামে গরু চোর আলম, আজম ও মাসুম চোর এর সঙ্গীদের অবিলম্বে গ্রেপ্তার ও নিরীহ মানুষের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। শনিবার সকাল ১১টায় মসূয়া বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চোরের উপদ্রপ থেকে বাঁচতে আশ পাশ এলাকাসহ হাজার হাজার মানুষের সমাগত ঘটে। মানববন্ধনে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে এবং গরু চুরি বন্ধের দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড সদস্য মো. ফারুক মিয়া, মো. আল আমিন, মো. মন্টু মিয়া, নির্যাতিত মহিলা মনোয়ারা বেগম, মোছা. রাহিমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা এলাকায় গরু চুরি রোধ ও এলাকার শান্তি বজায় রাখার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানান।
উল্লেখ্য যে, আলম, আজম ও মাসুম এর বিরুদ্ধে বক্তারা গরু চুরি ও ভোক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন এলাকাবাসী।