# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে যৌথ অভিযানে ৮ ছিনতাইকারী আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প ও থানা পুলিশ সদস্যরা। আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনভর অভিযান পরিচালনা করে শহরের আমলাপাড়া, কালিপুর, ভৈরবপুর উত্তরপাড়া ও উপজেলার মৌটুপী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী।
অভিযানে আটককৃতরা হলো, পৌর শহরের আমলাপাড়া এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), কালিপুর উত্তর পাড়া গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে মুর্শিদ মিয়া (৩০), ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫), একই এলাকার মৃত মালেক মিয়ার ছেলে মুর্শিদ মিয়া (২৩), চণ্ডিবের মধ্যপাড়া এলাকার মৃত রফিক মিয়ার ছেলে ইমন মিয়া (২৩), একই এলাকার মুমিন খানের ছেলে সুমন খান (২১), উপজেলার মৌটুপী এলাকার মোশারফ মিয়ার ছেলে হামজা (২১) ও ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার কালিকচ্ছ নন্দী পাড়ার বাসিন্দা মৃত দুলাল মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৯)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবে প্রতিদিন অধিকহারে ছিনতাইয়ের ঘটনার খবর পাওয়া যায় শহরের বিভিন্ন অলি গলি থেকে। ছিনতাই আতঙ্কে ছিল শহরের বাসিন্দারা। সারাদেশের চলমান অরাজকতা, ছিনতাই, চুরি, ডাকাতি ও বিভিন্ন অপকর্ম রোধে প্রশাসনের পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প ও থানা পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বিকাল পর্যন্ত পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া, আমলাপাড়া ও কালিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, সারা দেশে চুরি ছিনতাই ও ডাকাতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এদিকে ভৈরবে চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে। দিনদিন বৃদ্ধি পাওয়া চুরি, ডাকাতি ও ছিনতাই বন্ধ করতে মধ্যরাত থেকে শুরু করে দিনভর যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শহরের বিভিন্ন এলাকা থেকে ৮ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান,২৬ ফেব্রুয়ারি বুধবার শহরের বিভিন্ন জায়গায় অভিযানে পুলিশ চিহ্নিত ১৬ জন ছিনতাইকারী গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানা তিনি।