# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক নিবু মিয়াকে গলাকেটে হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টার দিকে বাজিতপুর টু উজানচর সড়কের পিরিজপুর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় নিহত ব্যক্তির ছেলে হৃদয়, স্ত্রী আলেহা খাতুন, মেয়ে পারভীন আক্তার, বড় ভাই আব্দুর রশীদসহ গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণ অধিকার পরিষদ নেতা আবু হানিফের দাবি গত ১৯ অক্টোবর কৃষক নিবু মিয়াকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তদন্ত কর্মকর্তা তার তদন্তে গাফিলতি করেছে বলেও তিনি অভিযোগ করেন। নিবু মিয়ার পরিবারকে নানা ভাবে ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ, চার্জশিটের কথা বলে টাকা নেওয়ারও অভিযোগ করেন তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে। হত্যাকাণ্ডে যারা ছিল তাদের অনেককে এখন পর্যন্ত আটক করা হয়নি, মামলার শুরুতে ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার জন্য একজন আসামিকে আটক করার পর তার জবানবন্দির মাধ্যমে নিহতদের এক ছেলেকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন গণ অধিকারের এই নেতা। প্রকৃত আসামিদের গ্রেপ্তারের জন্য এক মাস সময় বেঁধে দিয়ে আবারো আন্দোলনের হুমকি প্রদান করে নিহতের অভিযুক্ত ছেলেকে দ্রুত জামিনের দাবি জানান এ নেতা।
ছেলে সোহেল মিয়া পিতা হত্যাকাণ্ডে জড়িত নয় ও তদন্ত কর্মকর্তা সঠিক তদন্ত করেন নাই বলে দাবি করেন মামলার বাদী নিহতের ছেলে হৃদয় মিয়া।
নিহতের স্ত্রী আলেহা খাতুনের দাবি তার স্বামী সহজ সরল মানুষ, কোনো দিন কারও ক্ষতি করে নাই। স্বামীকে যারা খুন করেছে তাদের ফাঁসি চায় তিনি। তিনিও দাবি করেন তার আটককৃত ছেলে নিরপরাধ।
জানা যায়, গত বছর ১৯ অক্টোবর সন্ধ্যার দিকে বাড়ি থেকে ওষুধ কিনতে বের হয়ে নিখোঁজ হন সুলতানপুর গ্রামের কৃষক নিবু মিয়া। পরের দিন ২০ অক্টোবর দুপুরে একই এলাকার তেলিবাড়ির কৃষিজমি থেকে তার জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই নিবু মিয়ার ছেলে আব্দুর রহমান হৃদয় (২৮) বাদী হয়ে থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ ঘটনায় নিবু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৪), তাঁর তিন বন্ধু ইলেকট্রিশিয়ান বাবুল মিয়া (৩২), কসাই নজরুল ইসলাম (৪৫) ও রাজমিস্ত্রি সুমন মিয়া (২৬)কে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার প্রায় সাড়ে চারমাস পর অভিযুক্ত ছেলেকে নির্দোষ দাবি করে মানববন্ধন করার বিষয়ে জানতে চাইলে বাজিতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, মামলাটি আদালতে চলমান। গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে তিনজনই হত্যাকাণ্ডের বিষয়ে আদালতে জবানবন্দী দিয়েছেন। যদি তদন্তে অবহেলা করা হয়ে থাকে এবং টাকা নিয়ে থাকে তদন্ত কর্মকর্তা তাহলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখবে। এ পর্যন্ত টাকা নেওয়ার বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমিও চাই ন্যায়বিচার হোক।