# মিলাদ হোসেন অপু :-
দুর্বৃত্তদের হামলায় আহতের ঘটনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কিশোরগঞ্জের ভৈরবের কয়েক শতাধিক ফল ব্যবসায়ী ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার সকালে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে এই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব শহরের ব্রহ্মপুত্র সেতু থেকে মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সেতুর দু’প্রান্তে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে যানজটের সৃষ্টি হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়ে।
এ ঘটনায় আহত তৌফিক এর মা বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি রাতে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মেসার্স উমেদ আলী শাহ ফল ভাণ্ডার মালিক মোস্তফা মিয়া, ভৈরব ফল ভাণ্ডার মালিক সেন্টু মিয়া, মা ফল ভাণ্ডার মালিক শানু মিয়া, টু স্টার ফল ভাণ্ডার মালিক রফিক মিয়া, এশিয়া ফল ভাণ্ডার মালিক মিজান মিয়া প্রমুখ।
বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার কিছু দুর্বৃত্তরা আশুগঞ্জ ফল ভাণ্ডারে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ফল ভাণ্ডারের কর্মচারী তৌফিকসহ বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে তৌফিক গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিক্ষোভে বক্তারা আরো জানান, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে ফল ব্যবসায়ীদের পক্ষ থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।
মেসার্স উমেদ আলী শাহ ফল ভাণ্ডার মালিক মোস্তফা মিয়া বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের পরিচয় সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে তাদের গ্রেপ্তার করতে হবে। তিনি আরো বলেন, আমরা এই হামলার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাতেই আজকের কর্মসূচি পালন করছি। এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।