# নিজস্ব প্রতিবেদক :-
ধর্ষকদের গ্রেপ্তার ও বিচার দাবিতে কিশোরগঞ্জে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শহরের ওয়ালি নেওয়াজ খান কলেজ ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিলটি শুরু হয়। ব্যানারে লেখা ছিল ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’ এবং ‘ধর্ষক তুই ধ্বংস হ, শাস্তি তোর অনিবার্য’। কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা সকল নারীদের নিরাপত্তার দাবিতে শ্লোগান দেন। সেই সাথে ধর্ষকদের প্রতিরোধ, সকল ধর্ষককে গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেও শ্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।