# মিলাদ হোসেন অপু :-
ভৈরব বিশেষ অভিযানে ১৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাত থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনায় তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো, পৌর শহরের চণ্ডিবের এলাকার মতি মিয়ার ছেলে সুজন মিয়া (২২), একই এলাকার সাত্তার হোসেনের ছেলে মুক্তার হোসেন (৩৬), আমলাপাড়া এলাকার হারুণ মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২১), পঞ্চবটি এলাকার জামাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (২০), একই এলাকার সাদেক মিয়ার ছেলে রাব্বি মিয়া (২৫), কালিপুর এলাকার দুদ মিয়ার ছেলে বাবুল মিয়া (৪১), একই এলাকার আলাল মিয়ার ছেলে বুলবুল মিয়া (৩৫), ফিরুজ মিয়ার ছেলে দিপু মিয়া (২০),
ভৈরবপুর উত্তর পাড়া এলাকার বাসেদ মিয়ার ছেলে সায়েম মিয়া (২৬), একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে মুক্তার হোসেন (৩৫), ফিরুজ মিয়ার ছেলে রাজিব মিয়া (৩৮), শিশু মিয়ার ছেলে মানিক মিয়া (২৯), খোকন মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৩২), ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার মুর্শেদ মিয়ার ছেলে হামজা (২৪), একই এলাকার বুরহান মিয়া ছেলে ফরহাদ মিয়া (৩৪), নরসিংদী জেলার বেলাব এলাকার লিটন মিয়ার ছেলে বাবু মিয়া (২২)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবে অধিকহারে ছিনতাই হচ্ছে শহরের বিভিন্ন অলিতে গলিতে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রক্তাক্ত হচ্ছে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। ছিনতাইকারীদের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। বুধবার মধ্যরাত থেকে বিকাল পর্যন্ত পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া ও দক্ষিণ পাড়া, পঞ্চবটি ও কালিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, সারা দেশে চুরি ছিনতাই ও ডাকাতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এদিকে ভৈরবে চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে। দিনদিন বৃদ্ধি পাওয়া চুরি, ডাকাতি ও ছিনতাই বন্ধ করতে মধ্যরাত থেকে শুরু করে দিনভর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শহরের বিভিন্ন এলাকা থেকে ১৬ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।