• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

ভৈরবের স্থানীয় ভাষা সৈনিক জহিরুল হককে সম্মননা প্রদান

# রাজীবুল হাসান :-
কিশোরগঞ্জের ভৈরবের স্থানীয় ভাষা সৈনিক জহিরুল হককে সম্মাননা স্মারক প্রদান করেছেন প্রেসক্লাব। শুক্রবার দুপুরে সাহসী ও প্রবীণ ভাষা সৈনিকের ভৈরবপুরস্থ (দক্ষিণপাড়া) বাসভবনে সম্মাননা স্মারক তুলেন ভৈরবের সাংবাদিক সমাজ।
এসময় উপস্থিত ছিলেন, টিভি জানার্লিস্ট এসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সুমন মোল্লা, ভৈরব প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান, সাংবাদিক সত্যজিৎ দাস ধ্রুব, তুহিন মোল্লা, আদিলুর রহমান, এমএ হালিম, রাজীবুল হাসান, মিলাদ হোসেন অপু, আরিফুল ইসলাম মামুন, আফসার হোসেন তুর্যা, ইমন আহমেদ প্রমূখ।
স্থানীয় ভাষা সৈনিক জহিরুল হক ছাত্রজীবন থেকেই রাজনীতি সচেতন ও ক্রীড়ার প্রতি জহিরুল হকের প্রবল আকর্ষণ ছিল। তিনি যখন ভৈরব কেবি হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র তখনই তিনি ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। তিনি মওলানা ভাসানীর ভক্ত ছিলেন ও তাঁর সান্নিধ্য লাভ করেছিলেন। সিলেট পাকিস্তান না ভারতের সঙ্গে যুক্ত হবে ১৯৪৮ সালের ওই গণভোটের আন্দোলনে তিনি কাজ করেছেন। ১৯৭১ সালে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে গণমুক্তি ফৌজ গঠিত হলে তিনি উক্ত সংগঠনের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে শিবপুর এলাকায় মুক্তিযুদ্ধ পরিচালনায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি ভাসানী ন্যাপ ও পরবর্তীতে বিএনপির সঙ্গেও যুক্ত ছিলেন। ভৈরব পৌরসভায় দুইবার তিনি নির্বাচিত কাউন্সিলর ছাড়াও বহু সামাজিক আন্দোলন ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে অগ্রণী দায়িত্ব পালন করেছেন। ১৯৪৮ সাল থেকেই ভাষা আন্দোলন শুরু হয়েছে । এরপর জিন্নাহ সাহেব যখন ঢাকার সভায় ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তখন ছাত্র-জনতার প্রতিবাদের ঢেউ ভৈরবেও এসে লাগে। এখানকার ছাত্ররাও তখন প্রতিবাদী হয়ে ওঠে। ৫২ সালে তিনি তখন ভৈরব কেবি হাই স্কুলে ৯ম শ্রেণিতে পড়তেন। তখনই তিনি আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করেছেন। ঢাকার প্রতিটি কর্মসূচি ভৈরবে তারা পালন করেছেন। কলেজ ও স্কুলের ছাত্রদের ভাষা আন্দোলনে সম্পৃক্ত করতে অন্যান্য সহকর্মীদের সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। প্রতিটি কর্মসূচিতেই ছাত্ররা অংশ নিত। মিছিলগুলো শহরের সড়কগুলো বিভিন্ন স্লোগানসহ প্রদক্ষিণ করে রেল স্টেশন ও ভৈরব রাজকাচারী প্রাঙ্গণে সভা করত। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ভাষা আন্দোলনে জড়িত ছিলেন।
এর আগে, ২০০৫ সালের ২০ ফেব্রুয়ারি ভৈরব প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানসহ জহিরুল হক ও আবদুল মতিন স্থানীয় দুই ভাষা সৈনিকদের সম্মানে সংবর্ধনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *