# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে ১ বছর আগে চুরির মালামাল কেনা বেচা নিয়ে দ্বন্দ্বে বাড়িঘর ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ভুজার বাড়ির সাথে ফুল মিয়ার বাড়ির মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহতদের মধ্যে ভুজা বাড়ির তৌফিক (২৫), খোকা (৩২) ও রানা (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এদের মধ্যে গুরুত্বর আহত তৌফিক ও খোকাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। চিকিৎসক জানিয়েছেন তৌফিক ও খোকার অবস্থা আশঙ্কাজনক। এদিকে মঙ্গলবার দিবাগত রাতে তৌফিকের বড় ভাই শরীফুল ভৈরব থানায় একটি মামলা দায়ের করে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গত বছর ফুল মিয়া বংশের লোকজন ভুজা বাড়িতে বিভিন্ন ধরণের মালামাল চুরি করে। এই নিয়ে দুই বংশের দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় গণমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি দরবারের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। এরই রেশ ধরে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে আদর্শ পাড়া এলাকায় রেললাইন সংলগ্ন মাছের খামারের সামনে তৌফিককে যেতে বলে ফুল মিয়ার বংশের তাঁর এক বন্ধু। এদিকে আগে থেকে উৎপেতে থাকা ফুল মিয়ার বাড়ির রাহিম, রাসেল, সামানসহ তার সাঙ্গপাঙ্গরা তৌফিককে কুপিয়ে গুরুত্বর আহত করে। গুরুত্বর আহত তৌফিককে উদ্ধার করতে ঘটনাস্থলে রানা ও খোকা গেলে তাদের উপরও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হেয় অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। এতে রানা ও খোকা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গুরুতর আহত তৌফিক ও খোকাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় রাতেই ভুজার বাড়ির পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে রাত ৪টায় ফুল মিয়ার বাড়ির বংশের বাদল মিয়া (৪৮) কে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে তৌফিকের মৃত্যুর সংবাদ শুনে ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে ভুজা বাড়ি ও খাঁ বাড়ির লোকজন ফুল মিয়ার বাড়ির বংশের শাহ আলম মিয়ার বাড়িতে ৪টি ঘর ভাঙচুর একটি ধানের খড়ে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফুল মিয়ার বংশের শাহ আলম মিয়ার স্ত্রী নার্গিস বেগম বলেন, আমার স্বামী কয়েকদিন বাড়িতে ছিল না। শুনেছি দুই বংশের ঝগড়া হয়েছে। সকালে হঠাৎ ভুজার বাড়ি ও খাঁ বাড়ির লোকজন আমাদের বাড়িতে এসে অতর্কিতভাবে ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। আমরা ঝগড়ায় জড়িত না।
ভুক্তভোগী শিরিনা বেগম বলেন, আমরা জানি না কি হয়েছে। রাতে আমার স্বামী ঢাকা থেকে এসেছে। রাত ৪টায় পুলিশ এসে ধরে নিয়ে গেছে। সকালে থানায় গিয়েছিলাম এসে দেখি বাড়িঘর আগুনে পুড়ছে। আমার বাড়িতে কিছু নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার ঘর ছাড়াও আরো চারটি ঘর আগুনে পুড়ে দিয়েছে ভুজার বাড়ির লোকজন।
এ বিষয়ে ভুজার বাড়ির শরিফ মিয়া বলেন, ১ বছর আগের চুরির ঘটনাটি সালিশি দরবারের মাধ্যমে শেষ হয়েছিল। এরই রেশ ধরে হঠাৎ আমার ভাই তৌফিক, খোকা ও রানাকে অতর্কিতভাবে এলোপাথাড়ি কুপিয়েছে ফুল মিয়ার বাড়ির লোকজন। সকালে খবর পায় আমার ভাই তৌফিক মারা গেছে। এমন তথ্যের ভিত্তিতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে থাকতে পারে। তাছাড়া বাড়ি ঘরে আগুন ও লুটপাটের মতো ঘটনার সাথে আমাদের বংশের কেউ জড়িত নয়। হয়তো ফুল বাড়ির লোকজনই পরিকল্পিতভাবে আগুন লাগাতে পারে ও লুটপাট করাতে পারে।
এ বিষয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন বলেন, খবর পেয়ে সাথে সাথে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। একটি ধানের খড়েও আগুন দেয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এ বিষয়ে কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান লিটন মিয়া বলেন, আমিসহ স্থানীয়রা ১ বছর আগে চুরির ঘটনার বিষয়টি মীমাংসা করি। ১৮ ফেব্রুয়ারি ভুজার বাড়ির তিনজনকে কুপিয়েছে ফুল মিয়ার বাড়ির লোকজন। বুধবার ভুজা ও খা বাড়ির লোকজন ফুল মিয়ার বংশের শাহআলমের বাড়িতে হামলা চালিয়েছে। বিষয়টি দুঃখজনক।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, পূর্ব শত্রুতার দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ হয়। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।