# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে কিশোরদের ঠাট্টা মশকরাকে কেন্দ্র করে সংঘর্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের বাঙ্গির বাড়ির সাথে কুশার বাড়ির মধ্যে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই বংশের নারী পুরুষসহ চারজন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন, আবু কালাম (১৭), আরশ মিয়া (৩০), রানু বেগম (৬০), তাজুল ইসলাম (৪৮)। এদের মধ্যে রানু বেগম ও তাজুল ইসলামকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদি হাসান।
এ বিষয়ে স্থানীয়রা জানান, দুই বংশের কিশোররা একে অপরের বন্ধু। খেলাধুলা ও লেখাপড়াও তাদের এক সাথে। ১৯ ফেব্রুয়ারি বিকালে দুই বংশের কিশোরদের মধ্যে ঠাট্টা মশকরা নিয়ে বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, টেঁটা, ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় উভয় পক্ষের ধাওয়া পাল্টা দাওয়া হলে স্থানীয় নেতৃবৃন্দ এসে পরিস্থিতি শান্ত করে। এতে উভয় পক্ষের নারী পুরুষসহ ১০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনূর রসিদ জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। তুচ্ছ ঘটনা নিয়ে কিশোরদের মধ্যে ঝগড়া হয়েছে। আমরা বিষয়টি সালিশি দরবারের মধ্যে সমাধানের চেষ্টা করছি। যদি সমাধান না করতে পারি উভয় পক্ষকে আইনি সহায়তা নিতে বলবো।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।