# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে অপহরণের ৭ দিন পর অপহৃত তরুণীকে উদ্ধার করেছে থানা পুলিশ। ওই তরুণী উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের নয়াহাটি গ্রামের মাসুদ মিয়ার মেয়ে মিতা বেগম (১৭)। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসনা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হোসনা বেগম ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকার সুজন মিয়ার স্ত্রী।
জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় উপজেলার কালিকাপ্রসাদের মিতা বেগম। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ১৬ ফেব্রুয়ারি ভৈরব থানা পুলিশের কাছে ৫ জনকে আসামি করে অপহরণ মামলা করে নিখোঁজ তরুণীর মা শরীফা বেগম। এ ঘটনায় আসামিরা হলেন, পৌর শহরের লক্ষ্মীপুর এলাকার মৃত আব্দুর রউফ মিয়ার ছেলে ইউনুস মিয়া (৫৫), ফরিদ মিয়া (৪২), মেয়ে হোসনে আরা (৩৫), ফরিদ মিয়ার স্ত্রী আশা বেগম (৩৮) ও ছেলে সায়মন (২৫)। এদের মধ্যে হোসনে আরাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কিশোরীর বাবা মাসুদ মিয়া বলেন, সায়মন ও তাঁর পরিবারের সদস্যরা আমার মেয়েকে অপহরণ করেছে। আমি এদের কঠোর বিচার চাই।
এদিকে অভিযুক্ত পরিবারের সদস্য পারভিন বেগম বলেন, মাসুদ মিয়ার মেয়ে মিতা সায়মনকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে এসেছে। কিন্তু তাঁর পরিবার মিথ্যা ও বানোয়াট মামলায় আমার স্বামীসহ অন্যদের ফাঁসানোর চেষ্টা করছে। সায়মনের সাথে সম্পর্ক জেনেও মিতার পরিবার তাকে সাইপ্রাস এর এক প্রবাসীর কাছে বিয়ে দেয়। মিতা স্বেচ্ছায় সায়মনের বাড়িতে চলে আসে।
এ বিষয়ে তরুণী মিতার সাথে কথা বলতে গেলে এ প্রতিনিধির সাথে কথা বলতে দেয়নি মিতার পিতা মাতা। তবে এক ফাঁকে মিতাকে অপহরণের কথা জিজ্ঞেস করলে কথা না বলে অঝোরে কাঁদতে থাকে।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার পর ঘটনায় জড়িত একজনকে আদালতে পাঠানো হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রাতে তরুণীকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মেয়েটি পালিয়ে ছিল নাকি তাকে অপহরণ করা হয়েছে এ বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে। মেয়েটিকে ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।