• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নদীপাড়ে শরতের কাশফুলে বিমোহিত প্রকৃতিপ্রেমীরা অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেপ্তার ৩

ভৈরবে দুইদিনে শিয়ালের কামড়ে আহত ১৫

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে দুইদিনে শিয়ালের কামড়ে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন ও ৯ ফেব্রুয়ারি ১ জন চিকিৎসা নিয়েছে। ৯ ফেব্রুয়ারি রোববার বিকালে উপজেলার গোছামারা গ্রামে ও রাতে পৌর শহরের কমলপুর, নিউটাউন ও আমলাপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় শিয়ালের কামড়ে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ মানুষ আহত হয়।
এ ঘটনায় আহতরা হলো, ভৈরব পৌর শহরের কমলপুর এলাকার ঝর্ণা বেগম (৫৫), শফিক মিয়া (৫০), ফরিদ মিয়া (৬৫), রুনা (৩৫), বৃষ্টি আক্তার (৩০), শিশু আদিবা (৬), রিনা বেগম (৩৬), উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর এলাকার জেসমিন বেগম (২৮) ও উপজেলার শিমুলকান্দির গোছামারা গ্রামের বাসিন্দা ওয়াজ উদ্দিন (৬৫)। এদের মধ্যে গুরুতর আহত ওয়াজ উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারিয়া নাজমুন প্রভা। শিয়ালের কামড়ে আহতদের অনেকে শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ৯ ফেব্রুয়ারি রোববার বিকালে উপজেলার গোছামারা গ্রামের কৃষক ওয়াজ উদ্দিন বাড়ির পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটছিলেন। হঠাৎ একটি শেয়াল দৌড়ে এসে তাকে কামড়ানো শুরু করে। এসময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এসে শিয়ালটিকে ধাওয়া করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওয়াজ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মহাখালী সংক্রমন বিধি হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ওইদিন দিবাগত মধ্যরাতে শহরের কমলপুর পশ্চিম পাড়া, নিউটাউন ও আমলা পাড়া এলাকায় শিয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় নিউটাউন এলাকার লোকজন একটি পাগলা শিয়ালকে মেরে ফেলেছেন।
এ বিষয়ে আহতের স্বজন সাব্বির হোসেন সামির বলেন, রাতে আমাদের কমলপুর এলাকায় শিয়ালে আতঙ্কে আমরা ঘুমাতে পারিনি। আমার আত্মীয় বৃষ্টি এবং হালিম মিয়া ও এলাকার বৃদ্ধ, নারী, শিশুসহ বেশ কয়েকজনকে একটি পাগলা শিয়ালে কামড় দিয়েছে। শুনেছি নিউটাউন এলাকায় একটি পাগলা শিয়ালকে মেরে ফেলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারিয়া নাজমুন প্রভা বলেন, আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। রোববার ১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। শিয়াল ও কুকুরের কামড়ে আহত হলে অবশ্যই ক্ষতস্থান প্রাথমিকভাবে সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর চিকিৎসকের পরামর্শে ভ্যাকসিন নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *