# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ তাঁর অনুসারীদের দিয়ে অপর বিএনপি নেতা উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সদস্য শাহাবুদ্দিনকে মারধর করে পুলিশ দিয়েছেন। শাহাবুদ্দিন এখন কারাগারে। এর প্রতিবাদে জিসাস ও বিএনপির নেতা-কর্মীরা ১৯ জানুয়ারি রোববার বিকালে উপজেলা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। তাঁরা শাহাবুদ্দিনের মুক্তি ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
উপজেলা জিসাস আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোশারফ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি ইউনুস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল মিয়া, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মীর তাপস, উপজেলা জিসাসের সদস্য সচিব শহীদুল ইসলাম প্রমুখ।
শাহাবুদ্দিনের ছোট ভাই বিএনপি কর্মী মন্টু মিয়া জানিয়েছেন, তিনি ও শাহাবুদ্দিন পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান কাসেদ মিয়ার কাছ থেকে একটি ফিসারি এক মৌসুমের জন্য কিছুদিন আগে লিজ নিয়েছিলেন দুই লাখ ৬৫ হাজার টাকায়। সেই ফিসারি সৈয়দ সাঈদ আহমেদ দুই মাস আগে জোরপূর্বক দখল করে মাছ শিকার করে নিয়ে গেছেন। মন্টু মিয়াদের একটি টাকাও ফেরত দেননি। আবার শনিবার সাঈদ আহমেদের সন্ত্রাসী বাহিনী শাহাবুদ্দিনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। শাহাবুদ্দিন বহু বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি জিয়া সাংস্কৃতিক সগঠন (জিসাস) উপজেলা শাখার ১৪ নম্বর সদস্য।
সৈয়দ সাঈদ আহমেদকে এ ব্যাপারে প্রশ্ন করলে জানান, তাঁর বিরুদ্ধে আনা ফিসারি দখল ও শাহাবুদ্দিনকে মারধরের অভিযোগ মিথ্যা। শাহাবুদ্দিন মামলার আসামি ছিলেন। সেই কারণে পুলিশ গ্রেপ্তার করেছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানিয়েছেন, শনিবার শাহাবুদ্দিনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে নিয়ে আসে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের ওপর ২০১৭ সালে অষ্টগ্রামে হামলা হয়েছিল। এ ঘটনায় গত নভেম্বর মাসে একটি মামলা হয়। মামলায় শাহাবুদ্দিন ৮৬ নম্বর আসামি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।