• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন ভৈরবে খাঁজা ফুড প্রোডাক্টসকে ২ লক্ষ হক অটো মুড়ি ফ্যাক্টরিকে ১ লক্ষ ও মোল্লা ফুড প্রোডাক্টসকে ১ লক্ষ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ভৈরবে ডেভিল হান্ট অপারেশনে কৃষকলীগ ও ছাত্রলীগ নেতা আটক কৃষক নেতার অপমানের প্রতিবাদে মানববন্ধন মাও. ফরিদ উদ্দীন মাসউদের এসলাহুল এজতেমা বাতিল আড়াই বছর পর ভৈরব পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন কৃষক লীগ নেতাসহ দু’জন কারাগারে নয়া দিগন্তের কুলিয়ারচর সংবাদদাতা মুহাম্মদ কাইসার হামিদ এর মাতা আর নেই বাজিতপুর উপজেলা আইনজীবী সমিতির সভাপতি সাকের, সম্পাদক ফাত্তাহ

হাইব্রিড বলাকে কেন্দ্র করে এলাকায় রণক্ষেত্র; বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩০ দোকান বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, আহত ৩৫

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব বিএনপির একটি প্রোগ্রামে হাইব্রিড ডাকাকে কেন্দ্র করে পৌর শহরের চণ্ডিবের পৌর ৯নং ওয়ার্ডে দুই গ্রুপের টানা দুইদিন যাবত দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে দুইদিনে ৩০টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ লুটপাট করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩৫ জনের মতো। আজ ১৯ জনুয়ারি রোববার সকালে ও বিকালে দফায় দফায় সংঘর্ষ হয়। এছাড়াও ১৮ জানুয়ারি শনিবার সকাল ১১টায় সংঘর্ষ শুরু হলে আবারো থেমে পরে বেলা সাড়ে ১২টায়, বিকাল ৪টায় ও রাত ১২টায় চণ্ডিবের ৯নং ওয়ার্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ খবর লেখা পর্যন্ত এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় আহতরা হলো, ৯নং ওয়ার্ড যুবদল নেতা শফিকুল ইসলাম (৪০), একই এলাকার জসিম মিয়া (৪০), রাতুল মিয়া (২৭), কাউসার (৪২), ওয়ালেছ মিয়া (৩৬), পাপন (২২), রমজান (১৮), আবু সাইদ (১৮), ওমেদ (১৮), ইব্রাহীম (২০)। এদের মধ্যে শফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। ৪ জনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাতপাতালে প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জুঁই। এদিকে বাকি আহতরা শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ১৮ জানুয়ারি শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুলিয়ারচর উপজেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে দেখতে আসেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। এসময় চণ্ডিবের পৌর ৯নং ওয়ার্ড এলাকার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ প্রিয় নেতার সাথে সাক্ষাতের জন্য গেলে একই এলাকার দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় এক গ্রুপ আরেক গ্রুপকে হাইব্রিড বলে সম্বোধন করেন। রোগী দেখে বিএনপি নেতা শরীফুল আলম চলে গেলে সকাল ১১টায় চণ্ডিবের ৯নং ওয়ার্ড যুবদল সভাপতি আক্তার মিয়া গ্রুপ ও একই ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে শফিকুল ইসলাম গ্রুপ দা, বল্লম, ইট, পাটকেল, লাঠিসোটা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভৈরব বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। পরক্ষণে নেতৃবৃন্দ চলে গেলে বেলা সাড়ে ১২টায় আবারো দুই গ্রুপ দা, বল্লম, ইট, পাটকেল, লাঠিসোটাসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দফায় দফায় সংঘর্ষে ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও দুই গ্রুপ বিকাল ৪টায় সংঘর্ষে জড়ায়। সংঘর্ষকারীরা প্রথমদিন রাস্তার পাশে থাকা ২০টির মতো দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় র‌্যাব ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। ওইদিন রাত ১২টার দিকে দুই গ্রুপ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। আজ ১৯ জানুয়ারি রোববার সকাল ১১টায় ও বিকাল ৫টায় দফায় দফায় সংঘর্ষ চলে। দুইদিনের সংঘর্ষে উভয় পক্ষের ৩৫ জন আহত হয়েছে ও ৩০টি দোকান ও বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করা হয়েছে।
স্থানীয়রা আরো জানান, সংঘর্ষে নিরপরাধ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
আজ রোববার সকাল ১১টার উভয় পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসেন। সংঘর্ষ থামাতে মাঠে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানসহ আরও অনেকে।
এ বিষয়ে শফিকুল ইসলাম গ্রুপের পক্ষের আরিফ মিয়া বলেন, তুচ্ছ বিষয় নিয়ে আনার মেম্বারের বাড়ির লোকজন আমাদের উপর দফায় দফায় হামলা করেছে। আমাদের বাপ দাদা বিএনপি করেছে। আমার ভাই বিএনপি করে। কিন্তু আনার মেম্বারসহ তার পরিবার ও তার সাঙ্গপাঙ্গরা আওয়ামী লীগের সাথে আতাত করে চলছে ১৭ বছর।
আক্তার মিয়া বলেন, বিএনপির দুর্দিনে মামলার আসামি হয়ে ধানক্ষেত, সরিষাক্ষেতে রাত্রি যাপন করেছি। আমরাই অরিজিনাল বিএনপি। শফিকুল একজন হাইব্রিড। আর আমরা দুর্দিনের বিএনপি। আওয়ামী লীগ শাসনামলে নেতাদের ছায়াতলে থেকে অনেক অপকর্ম করে আর্থিকভাবে সুবিধা নিয়েছেন শফিকুল। আওয়ামী লীগের উস্কানিতে শফিকুলের পক্ষ আমাদের ওপর হামলা চালাচ্ছে।
তবে শফিকুল ইসলাম বলেন, আমাকে কেন হাইব্রিড বলে আক্তার। তারাতো সারা বছর আওয়ামী লীগের সুবিধা নিয়েছে। আমি যুবদলের রাজনীতি করেছি। শনিবার সকালে আক্তার মিয়ার লোকজন প্রথমে আমার অফিস ভাঙচুর করেছেন।
এ বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমান বলেন, গ্রুপিং সব এলাকাতে কম বেশি থাকে। তাদের সাথে স্থানীয় কিছু আওয়ামী লীগের দুষ্কৃতিকারী ইন্দন দিয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম এর ভাবমূর্তি নষ্ট করতে সংঘর্ষ বাধিয়ে দিয়েছে।
ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর যখনই পায় তখনই আমরা গিয়ে দুই পক্ষকে শান্ত করে এসেছি। মঙ্গলবার সালিস হবে এমন সিদ্ধান্ত হয়েছিল। তারা নেতাদের কথা অমান্য করেছে। এটি আইনি প্রক্রিয়া ও শালিসের মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন মিয়া জানান, পুলিশ ও সেনাসদস্যের উপস্থিতির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *