# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে আচমিতা ইউনিয়ন বিএনপি অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
মাহমুদুল হাছান কামাল মেম্বার আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, যুব দলের সভাপতি তাজুল ইসলাম ও কামরুল ইসলাম রুবেলসহ ৬ জনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করেন। মাহমুদুল হাছান কামালের আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক দাবি করে ১৯ জানুয়ারি রোববার সকালে আচমিতা বাজারে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, যুবদলের সভাপতি তাজুল ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেলসহ আরো অনেকেই।