# মাহবুবুর রহমান :-
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের ভাবনা আগামীর বাংলাদেশ বিষয়ে উপস্থিত বক্তব্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বক্তব্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচীত হয়েছে কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, শ্রেষ্ঠ বক্তা নির্বাচীত হয়েছে কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল আফরিন শিকদার।
শনিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রকৌশলী অনতু বল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালাহ উদ্দিন ভূঞা সবুজ, ছাত্র আন্দোলনের নেতা ফারদিন খাঁন রাব্বি ।