• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
মব জাস্টিস গণপিটুনি বন্ধ করুন দোষীকে আইনের হাতে দিন ……… সমন্বয়ক সাঈদ ভৈরবে মেঘনা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসি কর্তৃপক্ষ নরসিংদীর নতুন সিভিল সার্জন ডা. আমিরুল হক নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার নতুন সভাপতি সাবেক প্যানেল মেয়র মো. আরিফুল ইসলাম বিএনপি ক্ষমতায় এলে ভৈরব রক্ষায় আগানগর থেকে জগন্নাথপুর পর্যন্ত বেড়িবাঁধ হবে …..শরীফুল আলম ভৈরব শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান বাজিতপুরে চার কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক হোসেনপুরে কমিউনিটি পুলিশ বিটের সভা ভৈরবে মেঘনা নদীর ভাঙ্গন রক্ষায় জিও ব্যাগে বালু ফেলছেন সেনাবাহিনী মেঘনার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন মানবিকতার ভৈরব পরিবার

স্ত্রী হত্যার মামলা হলো স্বামী কিছুই জানেন না

বাবা-মার সাথে নিজের গ্রুপ ছবি দেখাচ্ছে অবুঝ শিশু রায়ান -পূর্বকণ্ঠ

স্ত্রী হত্যার মামলা হলো
স্বামী কিছুই জানেন না

# মোস্তফা কামাল :-
গত ৪ আগস্ট দুপুরে কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে আওয়ামী লীগের পক্ষ থেকে হামলার পর জেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর পার্শ্ববর্তী খরমপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় হামলা ও অগ্নি সংযোগ করা হয়। অগ্নিদগ্ধ হয়ে মারা যান বাসার গৃহপরিচারিকা অঞ্জনা বেগম ও সদর উপজেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক জুলকার হোসাইন।
এ ঘটনায় গত শুক্রবার কিশোরগঞ্জ সদর থানায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৮৮ জনকে আসামি করে খুনের ৩০২ ধারাসহ বিভিন্ন ধারায় মামলা (নং ২২) করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শহরের রথখলা এলাকার ফার্নিচার ব্যবসায়ী মতিউর রহমান। অজ্ঞাত আসামি করা হয়েছ ২০০ থেকে ৩০০ জনকে। অথচ ২ সেপ্টেম্বর সোমবার দুপুর পর্যন্ত মামলার বিষয়ে কিছুই জানতেন না অঞ্জনার স্বামী আলম মিয়া। সোমবার তাদের সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীর দামপাড়া এলাকার বাড়িতে গিয়ে কথা বললে এমনটিই জানিয়েছেন আলম মিয়া।
সেদিন বাসায় আটকা পড়ে অগ্নিদগ্ধ ও শ্বাসকষ্টে সংজ্ঞা হারিয়েছিলেন আশফাকুল ইসলাম টিটুর বাসার নিরাপত্তা কর্মী এই আলম মিয়া ও তাদের তিন বছরের শিশুপুত্র রায়ান। তাদেরকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫ দিন চিকিৎসা দেওয়া হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৪ আগস্ট বেলা ২টার দিকে বাদীসহ বৈষম্যবিরোধী একটি মিছিল স্টেশন রোডে গেলে আসামিদের অনেকেই তাদের দিকে গুলিবর্ষণ করেন। এতে বাদীসহ অনেকেই গুলিবিদ্ধ হন। তখন তারা পার্শ্ববর্তী খরমপট্টি এলাকায় আশফাকুল ইসলাম টিটুর বাসায় ও বাসার সামনের রাস্তায় আশ্রয় নিলে আসামিদের পক্ষ থেকে বাসায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় আশ্রয় গ্রহণকারীরা সেখান থেকে চলে যান। পরে জানতে পারেন অঞ্জনা ও জুলকার নামে দুজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
সোমবার দুপুরে আলম মিয়ার বাড়িতে গিয়ে দেখা গেছে, তিনি বাড়ির সামনে কয়েকজনের সাথে দাঁড়িয়ে কথা বলছেন। তার তিন বছরের ছোট্ট ছেলে রায়ান খেলা করছে। আলমকে মামলার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি এ ব্যাপারে তখন পর্যন্ত কিছুই শোনেননি বলে জানান। ওই দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, দুপুরে হঠাৎ স্টেশন রোডের জেলা আওয়ামী লীগ অফিসের দিক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে টিটু বাসার পাশের রাস্তা ধরে পালিয়ে যান। এসময় শতাধিক লোক এসে টিটুর বাসায় হামলা চালিয়ে গেট ভেঙে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। তাদের কাউকে তিনি চেনেন না। অগ্নিদগ্ধ হয়ে তাঁর স্ত্রী অঞ্জনা এবং সৈনিক লীগ নেতা জুলকার মারা যান। আলম মিয়া ও শিশু রায়ান সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন। লোকজন তাদেরকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। এভাবে তিনি চারদিন সংজ্ঞাহীন ছিলেন বলে পরে জেনেছেন। তার পিঠে কিছুটা জায়গা পুড়ে গেছে। শিশু রায়ান দগ্ধ না হলেও সংজ্ঞা হারিয়ে ফেলেছিল। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১৫ দিন চিকিৎসা করিয়ে তারা বাড়ি ফিরেছেন। তাদের ৯ বছরের মুন নামে একটি মেয়ে আছে। মুন বাড়িতে স্বজনদের কাছে থেকে স্থানীয় প্রাইমারি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ছে। ঘটনার দিন মুন বাড়িতে থাকায় বেঁচে গেছে বলে জানান আলম মিয়া। তিনি বলেন, ‘আমার স্ত্রী হত্যার ঘটনায় তো আমার মামলা করার কথা।’ কিন্তু এখনকার পরিস্থিতিতে মামলা কি নেবে? গিয়ে তো লাভ নেই।’ শিশু রায়ান মৃত্যুর আগেও মায়ের দুধ পান করতো বলে আলম মিয়া জানিয়েছেন। রায়ান সবসময় মাকে খোঁজে। মায়ের জন্য কাঁদে। মা মারা গেছেন, সেটা বোঝার বুদ্ধিও তার হয়নি। জুলকারেরও দেড় বছরের একটি শিশুপুত্র রয়েছে বলে জানিয়েছেন যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন।
নিহত অঞ্জনা বা জুলকারের পরিবারের বাইরে গিয়ে কেন মামলা করলেন, এমন প্রশ্নের জবাবে বাদী মতিউর রহমান বলেছেন, ‘নিহতদের পরিবার চাইলেও মামলা করতে পারেন। তবে আমি যেহেতু গুলিবিদ্ধ হয়ে সেই বাসায় আশ্রয় নিয়েছিলাম, সেই কারণে আমি বাদী হয়ে একটি মামলা করেছি।’ এদিকে জেলা সৈনিক লীগের সভাপতি ফরিদ মিয়া জানিয়েছেন, সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাবুন্দিয়া গ্রামের জুলকারের পরিবারও মামলার বিষয়ে এখনও কিছু জানেন না। তিনি তদন্তের সময় সেদিনের ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এবং ভিডিও ফুটেজ নিরপেক্ষভাবে বিশ্লেষণের দাবি জানিয়েছেন।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন জানিয়েছেন, মামলার বিষয়ে পুলিশ তদন্ত করবে। তদন্তে যা পাবে সেভাবেই চার্জশীট দেবে। তদন্তে নির্দোষ কারও নাম মামলা থেকে বাদও যেতে পারে, নতুন কোন নাম ঢুকতেও পারে। পুরোটাই তদন্তের ওপর নির্ভর করবে। অন্যদিকে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. শাহজাহান বলেছেন, মামলার গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হচ্ছে ঘটনার সাথে বাদীর সম্পর্ক। এসব বিবেচনা না করে যে কেউ মামলা করলে সেটা ত্রুটিপূর্ণ হবে।
উল্লেখ, এই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী সাবেক এমপি নাজমুল হাসান পাপন, সাবেক তিন এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, আফজাল হোসেন ও অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, সাবেক আইজিপি ও সাবেক এমপি নূর মোহাম্মদ, বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুলসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানিয়েছেন, এ মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলার তদন্তকাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *