• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
মব জাস্টিস গণপিটুনি বন্ধ করুন দোষীকে আইনের হাতে দিন ……… সমন্বয়ক সাঈদ ভৈরবে মেঘনা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসি কর্তৃপক্ষ নরসিংদীর নতুন সিভিল সার্জন ডা. আমিরুল হক নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার নতুন সভাপতি সাবেক প্যানেল মেয়র মো. আরিফুল ইসলাম বিএনপি ক্ষমতায় এলে ভৈরব রক্ষায় আগানগর থেকে জগন্নাথপুর পর্যন্ত বেড়িবাঁধ হবে …..শরীফুল আলম ভৈরব শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান বাজিতপুরে চার কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক হোসেনপুরে কমিউনিটি পুলিশ বিটের সভা ভৈরবে মেঘনা নদীর ভাঙ্গন রক্ষায় জিও ব্যাগে বালু ফেলছেন সেনাবাহিনী মেঘনার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন মানবিকতার ভৈরব পরিবার

অসামাজিক কাজে ব্যর্থ হয়ে ছাত্র পিটিয়ে হুজুর লাপাত্তা

অসামাজিক কাজে ব্যর্থ হয়ে
ছাত্র পিটিয়ে হুজুর লাপাত্তা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের এক মাদ্রাসা শিক্ষক অসামাজিক কাজে ব্যর্থ হয়ে বেত আর বিদ্যুতের তার দিয়ে পিটিয়ে, মেঝেতে মাথা ঠুকে আর লাথি দিয়ে এক ছাত্রকে (১২) মারাত্মক আহত করেছেন। ছাত্রটিকে হাসপাতালে ভর্তি করে থনায় অভিযোগ দিয়েছেন পিতৃহীন ওই ছাত্রের মা। ওই মাদ্রাসার নাজের বিভাগের অভিযুক্ত শিক্ষক নেত্রকোণার হাফেজ মো. মহসীন (২৫) এখন পলাতক।
গত ৩১ আগস্ট শনিবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে গিয়ে দেখা গেছে, ছাত্রটির সারা শরীরে প্রহারের চিহ্ন। তার ঠুঁট আর চোখেও আঘাত রয়েছে। বাম হাতের তর্জনি বেঁকে আছে। শনিবার এক্সরে করানো হয়েছে। ছাত্র ও তার মা জানিয়েছেন, পৌরসভার পূর্ব তারাপাশা এলাকার নূরানি হাফিজিয়া মাদ্রাসায় একই এলাকার ওই ছাত্রটি পড়ছে। কোরআনের ১০ পারা মুখস্ত করেছে। তার বাবা মারা গেছেন ৭ বছর আগে। বিধবা মা নবম শ্রেণি পড়ুয়া একমাত্র মেয়ে ও একমাত্র ছেলেকে কোনরকমে পড়াশোনা করাচ্ছেন।
গত মঙ্গলবার বিকালে মাদ্রাসার অন্য ছাত্ররা মাঠে খেলা করতে গেলেও শিক্ষক মহসিন ছাত্রটিকে একটি কক্ষে জোরপূর্বক আটকে রেখে অসামাজিক কাজ করতে উদ্যত হন। ছাত্রটি বাধা দিলে শুরু হয় মধ্যযুগীয় নির্যাতন। ছাত্রটির মুখে গামছা বেঁধে পিটিয়ে এবং মেঝেতে মাথা ঠুকে আর লাথি দিয়ে আহত করা হয়। এক পর্যায়ে নাক দিয়ে রক্তপাতও হয়। নির্যাতনের পর ছাত্রটিকে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়।
রাতের বেলায় ছাত্রটির বাসায় গিয়ে খাওয়ার কথা ছিল। শিক্ষক মহসিন ছাত্রকে দিয়ে রাত সাড়ে ৯টার দিকে ফোন করিয়ে মাকে বলায়, সে রাতে বাসায় খেতে যাবে না। মহসিন হুজুর খাইয়ে দিয়েছেন। মায়ের কিছুটা সন্দেহ হলে রাত ১০টার দিকে ছেলেকে মাদ্রাসায় দেখতে গেলে মাদ্রাসার লোকেরা বাধা দেয়। পরে স্বজনদের নিয়ে ভেতরে গিয়ে অমানবিক দৃশ্য দেখে কেঁদে ফেলেন। রাতেই ছাত্রটিকে নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের নার্সরা জানিয়েছেন, ছাত্রটির অবস্থা এখন আগের তুলনায় ভাল।
এদিকে ছাত্রের মা বাদী হয়ে বুধবার সদর থানায় ওই শিক্ষক হাফেজ মো. মহসিন, মাদ্রাসার পরিচালক মো. কামাল উদ্দিন ও কামাল উদ্দিনের বড়ভাই সাজু মিয়াসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা অভিযোগের কথা স্বীকার করে বলেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। ছাত্রের মা বলেছেন, ওই মাদ্রাসায় এর আগেও অন্য ছাত্রের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। তখন টাকাপয়সা দিয়ে ধামাচাপা দিয়েছে। মাদ্রাসাটিতে প্রায় ১০০ জন ছাত্র আছে বলে তারা জানিয়েছেন।
এদিকে অভিযুক্ত হাফেজ মহসিনের মোবাইলে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *