# নিজস্ব প্রতিবেদক :-
বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কেউ এখন ব্যাংক থেকে একসঙ্গে দুই লাখ টাকার বেশি তুলতে পারবেন না। সেই নিয়মের খড়গে কিশোরগঞ্জ শহরের একটি কলেজের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়ার ৯ লাখ ৭৮ হাজার ৬০৬ টাকা আটকে দিয়েছে এক্সিম ব্যাংক।
কিশোরগঞ্জ শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের হিসাব রক্ষক ফরিদ উদ্দিন মুসা জানিয়েছেন, তিনি ১৪ আগস্ট বুধবার কলেজের ৬৪ জন শিক্ষক ও ২২ জন কর্মচারীর জুলাই মাসের বাড়ি ভাড়া বাবদ ৯ লাখ ৭৮ হাজার ৬০৬ টাকার একটি বিল জমা দিয়েছিলেন এক্সিম ব্যাংকের বড়বাজার শাখায়। কিন্তু দুই লাখ টাকার বেশি হওয়ার কারণে ব্যাংক থেকে টাকা দেয়নি।
ব্যাংকের ব্যবস্থাপক কেএম শাহীনকে এ ব্যাপারে প্রশ্ন করলে জানান, সরকারের নির্দেশনার কারণে টাকা দেওয়া সম্ভব হয়নি। নিয়মটি করা হয়েছে মূলত নিরাপত্তার কথা চিন্তা করে। তবে সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের বিলটি দুই লাখ টাকার মধ্যে কয়েকটি ভাগে ভাগ করে জমা দিলে তখন টাকা দেওয়া সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।