# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে অবস্থান কর্মসূচি ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি উপজেলার নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আবু বকর সিদ্দিক বাক্কার, সাদ্দাম হোসেন, আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল মেম্বার, জিনারী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আমিনুল হক মৃধা মাকন, পৌর ছাত্রদলের আহবায়ক মো. রাজিব মিয়া প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করে।