• মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা নদীপাড়ে শরতের কাশফুলে বিমোহিত প্রকৃতিপ্রেমীরা অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ

গণহত্যাকারী হাসিনার বিচারের দাবিতে ভৈরব বিএনপির অবস্থান কর্মসূচি পালন

# এম.আর রুবেল :-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ভৈরব উপজেলা ও পৌর বিএনপি।
আজ ১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের পৌর মাতৃসদন মাঠে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন, বিএনপি নেতা মো. ভিপি সাইফুল ইসলাম, মো. আবুল বাসার, সোহেলুর রহমানসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচিতে অন্তত দুই হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো. শরীফুল আলম বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনাসহ ঘটনার সাথে জড়িত প্রত্যেককে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
অবস্থান কর্মসূচী শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ভৈরব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভৈরব পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় খুনি হাসিনার বিচারের দাবিতে শ্লোগান দেয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *