# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ট্রাফিক পুলিশ শহরের যানজট নিরসনে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে কাজে যোগদান করেছে। ১৪ আগস্ট বুধবার সকালে ভৈরব বাসস্ট্যান্ডে বাস মালিক সমিতির অফিসে সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ, বাস মালিক সমিতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভৈরব আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. রায়হান রেজা। এসময় উপস্থিত ছিলেন, ভৈরব ট্রাফিক ইন্সপেক্টর নূরে আলম, বাস মালিক সমিতির সদস্য ও শিক্ষার্থীরা।
লেফটেন্যান্ট কর্ণেল ফারহানা আফরীন বলেন, বুধবার থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ট্রাফিক পুলিশ আবার কাজ শুরু করেছে। এতোদিন যানজট নিরসনে ছাত্র সমাজ ট্রাফিক পুলিশের কাজ করেছে তাদের এই কাজ অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু এখন যেহেতু পুলিশ কাজে ফিরেছে তাই আমি শিক্ষার্থীদের বলবো বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা তোমরা বাড়ি ফিরে পড়ালেখায় মনোযোগী হও। এখন থেকে ট্রাফিক পুলিশই রাস্তা যানজট নিয়ন্ত্রণে কাজ করবে।
এছাড়া সভায় পুলিশ সদস্যদের পদক্ষেপ, বাস ও সিএনজি কাউন্টার এর অবস্থান পরিবর্তন, সরকার নির্ধারিত ভাড়ার হার অনুসরণ করে ন্যায্য ভাড়া আদায় করাসহ ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, পথের মধ্যে চাঁদাবাজি বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।