# নিজস্ব প্রতিবেদক :-
সরকার ১৩ আগস্ট মঙ্গলবার থেকে যাত্রীবাহী ট্রেন চালুর নির্দেশ দিয়েছে। আর আজ বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন। যাত্রীবাহী ট্রেন চালু হলেও তেমন উপকারে আসবে না কিশোরগঞ্জবাসীর। কারণ এই রুটে চারটি যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে গেছে প্রায় চার বছর আগে। এখন কেবল কিশোরগঞ্জের ওপর দিয়ে বঙ্গবন্ধু সেতু ও চট্টগ্রামের মধ্যে দুটি মেইল ট্রেন চলাচল করে। চারটি আন্তঃনগর ট্রেন থাকলেও সেগুলি চলবে বৃহস্পতিবার থেকে।
কিশোরগঞ্জের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানিয়েছেন, আগে ময়মনসিংহ ও ভৈরবের মধ্যে কিশোরগঞ্জ স্টেশনের ওপর দিয়ে দুটি লোকাল ট্রেন চলাচল করতো। ময়মনসিংহ ও ঢাকার মধ্যে ‘ঈশাখাঁ এক্সপ্রেস’ নামে দুটি মেইল ট্রেন চলাচল করতো। আর বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে ময়মনসিংহ ও কিশোরগঞ্জের ওপর দিয়ে চট্টগ্রামের মধ্যে দুটি মেইল ট্রেন চলাচল করতো। এখন কেবল সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে চট্টগ্রামে ‘৩৮ ডাউন’ নামে একটি মেইল ট্রেন যায়, যেটি কিশোরগঞ্জ স্টেশনে আসে সকাল ১০টায়। আর চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জের ওপর দিয়ে ময়মনসিংহ হয়ে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে যায় ‘৪৭ আপ’ নামে একটি মেইল ট্রেন। এটি কিশোরগঞ্জ স্টেশনে আসে রাত ১টায়।
কিশোরগঞ্জের মানুষের যাতায়াত বেশি ঢাকায়। সরকার ১৩ আগস্ট মঙ্গলবার থেকে যাত্রীবাহী ট্রেন চালুর নির্দেশ দিলেও এর তেমন সুফল পাবেন না কিশোরগঞ্জবাসী। তবে বৃহস্পতিবার থেকে ঢাকা ও কিশোরগঞ্জের মধ্যে দুটি আন্তঃনগর ‘এগারসিন্দুর এক্সপ্রেস’ এবং দুটি আন্তঃনগর ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ চলাচল করবে। তাতে ঢাকা-কিশোরগঞ্জ রুটের যাত্রীরা কিছুটা সুবিধা পাবেন। তবে সকল স্টেশনে এসব ট্রেন থামে না। ফলে চারটি লোকাল ও ঈশাখাঁ মেইল ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় মধ্যবর্তী বহু স্টেশনের যাত্রীরা ট্রেন যাত্রার সুবিধা থেকে বঞ্চিতই থেকে যাচ্ছেন।
কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মিয়াচাঁন শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম জানিয়েছেন, তিনিসহ বহু শিক্ষক এবং অন্যান্য চাকুরিজীবী কিশোরগঞ্জ শহর থেকে ট্রেনে বিভিন্ন স্টেশনে যাতায়াত করেন। চারটি ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের জন্য যাতায়াত করা অনেক কষ্টকর হয়ে পড়েছে। তিনি এসব ট্রেন আবার চালু করার দাবি জানিয়েছেন।