# নিজস্ব প্রতিবেদক :-
রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনের পক্ষ থেকে ১৪ আগস্ট বুধবার শহরের দোকানে দোকানে বিনামূল্যে প্লাস্টিকের ঝুড়ি বিতরণ করা হয়েছে।
দুপুরে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে জড়ো হয়ে আন্দোলনের নেতাকর্মীরা সমন্বয়ক আশিকুজ্জামান আশিকের নেতৃত্বে বিভিন্ন দোকানে গিয়ে এসব ঝুড়ি বিতরণ করেছেন। এসময় তাঁরা ময়লা আবর্জনা এখন থেকে বাইরে না ফেলে ঝুড়িতে ফেলার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি ঝুড়ির একটি ঐচ্ছিকভাবে সৌজন্য মূল্য প্রদানের অনুরোধ জানিয়েছেন। এসব অর্থ দিয়ে আন্দোলনের শহীদদের নামে বৃক্ষরোপন অভিযান চালানো হবে। তবে কেউ মনে না চাইলে মূল্য নাও দিতে পারেন বলে কর্মীরা জানিয়েছেন। বুধবার শতাধিক ঝুড়ি বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সমন্বয়ক আশিকুজ্জামান আশিক।