# নিজস্ব প্রতিবেদক :-
নারায়ণগঞ্জের গাজী ইন্ডাস্ট্রিজ থেকে লুট করা প্রায় ৪৫ লাখ টাকার মালামাল করিমগঞ্জের জয়কা এলাকা থেকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব মালামালের মধ্যে রয়েছে শিল্পের কাঁচামাল, টিউবওয়েল, পাইপ ইত্যাদি। সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতির সুযোগে এসব মালামাল লুট করা হয়েছিল।
করিমগঞ্জের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন মো. তানভীর হাসান রোববার বিকালে জয়কা ইউপি কার্যালয় প্রাঙ্গনে এসব মালামাল গাজী ইন্ড্রাস্টিজের স্থানীয় প্রতিনিধিদের হাতে বুঝিয়ে দিয়েছেন। জয়কা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানিয়েছেন, এলাকার বিভিন্ন ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়েছে। তবে এসময় কোন ভাঙারি ব্যবসায়ীকে পাওয়া যায়নি। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। মালামাল হস্তান্তরের সময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ওবায়দুল হাসান মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।