• রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেপ্তার ৩ হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, আহত চার কিশোরগঞ্জের ৩৮৪টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা দুই মণ্ডপেই ১৪ দুর্গা কুলিয়ারচরে ক্বওমী মাদরাসার মুহতামিমদের সাথে ইউএনও’র পরিচিতি ও মতবিনিময় সভা

থানাসহ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালামাল সংগ্রহের অভিযানে ভৈরবের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

# মিলাদ হোসেন অপু :-
থানাসহ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালামাল সংগ্রহের অভিযান করেন ভৈরবের বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ ১২ আগস্ট সোমবার বেলা ১২টায় শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন মালামাল ভৈরব সেনাবাহিনীর লে. কর্ণেল আফরিনের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।
জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর ভৈরবের থানাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। ঘটনার পর থেকে ভৈরবের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা লুট হওয়া অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনীর কাছে জমা দিয়েছেন। সোমবার সকালে বাকী সরঞ্জামগুলো উদ্ধার তৎপরতায় অস্ত্র, রাবার বুলেট, ফ্রিজ, মোটরসাইকেল সরঞ্জাম, পুলিশের হেলমেট, দরজা, জানালাসহ অসংখ্য মালামাল পাওয়া যায়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকারী শিক্ষার্থী জয় ও মাহিউদ্দিন বলেন, ৫ আগস্ট এক অনাকাক্সিক্ষত ঘটনায় ভৈরবের দুটি থানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করে লুটপাট করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন থেকেই আমরা লুট হওয়া মালামাল সংগ্রহ শুরু করেছি। এখন নাম গোপন রেখে কাজ করছি। আমাদের দ্বারা তাদের কোন ক্ষতি হবে না। যদি স্বেচ্ছায় সবাই মালামাল ফিরিয়ে না দেয় তাহলে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিবো।
সরঞ্জাম বুঝে পেয়ে ভৈরব সেনাবাহিনীর লে. কর্ণেল আফরিন বলেন, ভৈরব আপনাদের। ভৈরব শহরকে আগেরমত স্ব অবস্থানে ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। দ্রুত সময়ের মধ্যে ভৈরব থানা সংস্কার হয়ে যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *