# নিজস্ব প্রতিবেদক :-
শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারের পর কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসায় হামলা চালিয়ে চেয়ার-টেবিল, ফ্যানসহ মালামাল নিয়ে গেছে বিক্ষুব্ধরা। জেলা পরিষদে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদের এক স্টাফ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকারের কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার বাসা এবং হোসেনপুরে সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুনের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন মানিকের জেলা সদরের গাইটাল এলাকার বাসার কয়েকটি কাঁচ ভেঙেছে, বাসার সামনে আগুন দিয়েছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় ৪ আগস্ট রোববার অগ্নিসংযোগে দু’জন মারা গেলেও ৫ আগস্ট সোমবার আবার হামলা লুটপাট হয়েছে। এছাড়া জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান জানিয়েছেন, তার শহরের উকিলপাড়ার বাসা এবং জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের বয়লা এলাকার বাসায় হামলা ও ভাংচুর হয়েছে। শহরের কয়েকটি দোকানেও হামলা লুটপাট হয়েছে।
অন্যদিকে বাজিতপুর বাজারে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের বহুতল এমপি মার্কেটে হামলা ও ব্যাপক লুটপাট হয়েছে। আফজালের ভাগনে গাজীরচর ইউপি চেয়ারম্যান জুয়েল মিয়ার গাজীরচরের শাহজালাল মার্কেটের দোকান, ইউপি মেম্বার আমির হোসেনের দোকান ও বাড়িসহ আরও কয়েকজনের দোকান ও মুরগির খামারে হামলা এবং লুটপাট হয়েছে।
ভৈরবে উপজেলা আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতা ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মিন্টু মিয়ার জান্নাত রেস্টুরেন্টসহ স্থানীয় আওয়ামী লীগের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে সেনা প্রধানের বক্তৃতার পর মিঠামইনে বিএনপি অফিসে আগুন দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বড়ভাই শাহরিয়ার আলম তপনের পাঁচফোড়ন হোটেল ভাঙচুর হয়েছে। অষ্টগ্রামে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে। আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারির বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে। ইটনা উপজেলা আওয়ামী লীগ অফিসসহ আওয়ামী লীগ কর্মীদের অন্তত ১০টি দোকান ভাঙচুর লুট হয়েছে। রোববার বিকালে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের অফিসেও হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়েছিল।