• রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেপ্তার ৩ হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, আহত চার

কিশোরগঞ্জে আ’লীগ-বিএনপি সংঘর্ষে পাঁচজন নিহত আহত শতাধিক

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের আলামত। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে আ’লীগ-বিএনপি
সংঘর্ষে পাঁচজন নিহত
আহত শতাধিক

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগ পক্ষের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন নিহত হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর খরমপট্টি এলাকার বাসায় অগ্নিসংযোগে। একজনকে মারা হয়েছে পিটিয়ে। এরা হলেন সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মবিন (৩২), আশফাকুল ইসলাম টিটুর বাসার গৃহকর্মী সদর উপজেলার বীরদামপাড়া গ্রামের আলম মিয়ার স্ত্রী অঞ্জনা বেগম (৩৫) ও টিটুর বাসার দারোয়ান যশোদল এলাকার মো. জুলকার (৫০)। এছাড়া মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে জুয়েল মিয়া (৩৫) নামে এক সবজি বিক্রেতা এবং পুলিশের সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে হার্ট অ্যাটাকে শহরের কালিবাড়ি এলাকায় মারা গেছেন মোটর পার্টস ব্যবসায়ী আব্দুল্লাহ রুবেল (৩৫)।
সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. একরাম উল্লাহ জানিয়েছেন, অঞ্জনা ও জুলকারের শরীর পোড়া ছিল। এছাড়াও সদর হাসপাতালে গুলি, দা ও লাঠির আঘাতে আহত ৪১ জন চিকিৎসাধীন আছেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকেও অর্ধশতাধিক চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। স্থানীয় একটি অনলাইন পোর্টালের সাংবাদিক এস হোসেন আকাশকেও বিএনপির লোকজন বেধরক মারধর করেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহজাহান সাজুর বুকে পাঁচটি ছরা গুলি লেগেছে। তিনি চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন।
রোববার বেলা ১২টার দিকে শহরের পুরানথানা এলাকার দিক থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু ছাত্রছাত্রী মিছিল নিয়ে শহরে ঢুকলেও অধিকাংশই ছিল বিএনপি ও ছাত্রদল নেতাকর্মী। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়াসহ কয়েকজনকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে। অন্যদিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে ছিলেন। কয়েকশ মানুষের বিএনপির মিছিলটি আওয়ামী লীগ অফিসের কাছে যাওয়ার পর হামলা করতেই সংঘর্ষ শুরু হয়। বিএনপির মিছিলে লোকসংখ্যা বেশি হওয়ায় আওয়ামী লীগ অফিসের লোকজন পিছু হটে গেলে উত্তেজিত জনতা আওয়ামী লীগ অফিসে আগুন ধরিয়ে দেয়। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের অদূরে সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় গিয়ে অবস্থান গ্রহণ করেন। সেখান থেকে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন। এর পরই টিটুর বাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে অঞ্জনা ও জুলকার মারা যান। অনেকই এসময় ওই ভবনে আটকা পড়েন। তবে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেন।
সংঘর্ষ চলে বিকাল চারটা পর্যন্ত। এসময় বিক্ষোভকারীরা বিপুল সংখ্যক ককটেলের বিস্ফোরণ ঘটায়। শহর রণক্ষেত্রে পরিণত হয়। খোলা রাখার কারণে বিএনপি কর্মীরা অনেক দোকানপাটেও হামলা চালিয়েছে। ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানের পুরানথানা এলাকার বাসায়ও হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে বলে জানিয়েছেন তার ছোটভাই সামিউল হাসান চৌধুরী লিমন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিপুল পরিমাণ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও ছরা গুলি নিক্ষেপ করে। বিকাল সাড়ে চারটার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমানকে প্রশ্ন করলে তিনি হতাহতের কোন খবর নিতে পারছেন না বলে জানিয়েছেন। অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানিয়েছেন, তাদের দলের কেউ মারা গেছেন কি না, তার খোঁজ বিকাল ৫টা পর্যন্ত পাননি বলে জানিয়েছেন। বেশ কিছু পুলিশ সদস্যও আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন ও সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা।
অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া অজ্ঞাত ব্যক্তি সদর উপজেলার যশোদল এলাকার মো. জুলকার (৫০) বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. দেবাশীষ। জুলকার জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসার দারোয়ান ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল। আর নিহত জুয়েল একজন সবজি বিক্রেতা বলে জানিয়েছেন প্রতিবেশি মাজহারুল হক। সদর থানায়ও মিছিলকারীরা কয়েকটি ঢিল ছুঁড়েছে। বিক্ষোভকারীরা খরমপট্টি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দোতলায়ও অগ্নিসংযোগ করেছে। জানালার বেশ কিছু গ্লাস ভাঙচুর করেছে। সংঘর্ষের সময় হামলাকারীরা শহরের প্রধান প্রধান সড়কের অধিকাংশ সিসি ক্যামেরা ভাঙচুর করেছে। রাস্তায় দাঁড় করিয়ে রাখা বিভিন্ন মানুষের অন্তত ২০টি মোটরসাইকেলও পুড়িয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *