# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে গত ৪ আগস্ট রোববার আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ হয়েছিল। সেদিন কোটা আন্দোলনকারী এক গুলিবিদ্ধ যুবককে বাঁচাতে হাসপাতালে নিয়ে হৃদরোগে রুবেল আব্দুল্লাহ (৩৫) নামে এক ব্যবসায়ী নিজেই লাশ হয়ে গেলেন। সেদিন অগ্নিদগ্ধ, গুলিবিদ্ধ ও দেশীয় অস্ত্রের আঘাতে আরও চারজনের প্রাণহানি ঘটেছিল।
৭ আগস্ট বুধবার দুপুরে শহরের নীলগঞ্জ রোডে আব্দুল্লাহদের বাসায় গিয়ে কথা হয় তাঁর বাবা আজহারুল ইসলাম ও আব্দুল্লাহর ছোটভাই কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রফিকুল ইসলাম তোফায়েল (২১) ও তোফায়েলের বন্ধু ওয়ালি নেওয়াজ খান কলেজের মার্কেটিং দ্বিতীয় বর্ষে ছাত্র ফয়সাল আজম জায়েদের (২১) সাথে। আব্দুল্লাহর বাবা জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারী আজহারুল ইসলাম (৬৫) ছেলের বর্ণনা দিতে গিয়ে কেবলই কাঁদছিলেন। তিনি নিজেও একজন হৃদরোগী। ফলে তাঁকে থামিয়ে এ প্রতিনিধির সাথে কথা বলছিলেন আব্দুল্লাহর ছোটভাই কুয়েট ছাত্র তোফায়েল।
তিনি জানান, শহরের কালীবাড়ি মোড়ে ‘মক্কা মটরস’ নামে নিহত আব্দুল্লাহর একটি দোকান আছে। আগে সেটি ছিল মোটর পার্টসের দোকান। এখন সেখানে পুরনো মোটরসাইকেল কেনাবেচা করা হয়। রোববার দুপুরে যখন শহরে ব্যাপক সংঘর্ষ, গুলি, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ হচ্ছিল, তখন তিনি দোকানের সামনে কোটা আন্দোলনকারীদের মাঝে খাবার পানি বিতরণ করছিলেন। নিজের টাকায় তিনি পাঁচ ডজন বোতল বিতরণ করেন। এক পর্যায়ে তাঁর সামনেই আন্দোলনকারী এক যুবক গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। তাকে ধরার মত কেউ ছিলেন না। তখন রাস্তায় যানবাহনও ছিল না। এসময় আব্দুল্লাহ নিজেই যুবকটিকে কোলে করে অনেকটা দূরে গিয়ে রিকশায় তুলে সদর হাসপাতালে যান।
সদর হাসপাতালে তোফায়েলের বন্ধু জায়েদ অন্য এক রোগী নিয়ে গিয়েছিলেন। তিনি দেখেন আব্দুল্লাহ নিজের বুকের বাম পাশে হাত চেপে ধরে বসে আছেন। আব্দুল্লাহ আগে থেকেই হৃদরোগী। তার তিনটি রিং পরানো আছে বলে জানালেন ছোটভাই তোফায়েল। আব্দুল্লাহকে এ অবস্থায় দেখে জায়েদ তাঁকে চিকিৎসক দেখান। সদর হাসপাতালে হৃদরোগের উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় চিকিৎসক একটি ওষুধ খাইয়ে আব্দুল্লাহকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাাতলে রেফার করেন। এসময় জায়েদ তাঁর বন্ধু তোফায়েলকে ফোনে খবর জানান। তোফায়েল গিয়ে বড়ভাই আব্দুল্লাহকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অর্থাৎ, রাস্তায়ই তিনি মারা যান। তোফায়েলের ধারণা, ব্যাপক সংঘর্ষ, সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ আর গুলিবিদ্ধ একজনকে বহন করে নিয়ে যাওয়ার প্রভাবেই আব্দুল্লাহ হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে যে গুলিবিদ্ধ যুবকটিকে আব্দুল্লাহ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, শেষ পর্যন্ত তার কি পরিণতি হয়েছিল, তা তোফায়েলরা জানেন না।
আব্দুল্লাহর বাবা জানান, তাঁর তিন ছেলের মধ্যে আব্দুল্লাহ ছিলেন দ্বিতীয়। দুই মেয়েও রয়েছেন। আব্দুল্লাহর গৃহিনী স্ত্রী মাজেদা আক্তার। বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস নুন (৯) মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে। দ্বিতীয় মেয়ে জান্নাতুল মাওয়া (৭) একটি মাদ্রসায় হাফিজি (হেফজ) পড়ছে। সবার ছোট আড়াই বছরের ছেলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ।
কালীবাড়ি মোড়ের ব্যবসাটি মূলত আব্দুল্লাহই চালাতেন। দোকানে মাঝে মাঝে বড়ভাই জহিরুল ইসলামও বসেন। আব্দুল্লাহ খুবই দায়িত্বশীল ছিলেন। সংসারের খরচ চালাতেন। ছোট ভাইয়ের পড়ার খরচ চালাতেন। তিনি চলে গেলেন। ছেলের বর্ণনা দিতে গিয়ে বাবা আজহারুল ইসলাম বার বার কাঁদছিলেন। আব্দুল্লাহ স্ত্রী-সন্তানরা এখন শহরের বাসাতেই আছেন। পরিবারে এখন চলছে শোকের মাতম। কিছুতেই যেন শান্ত্বনা মানছে না। আব্দুল্লাহর লাশ সেদিনই সন্ধ্যায় করিমগঞ্জের নোয়াবাদ এলাকায় শ্বশুরবাড়ির গোরাস্থানে দাফন করা হয়েছে।
রোববারের সংঘর্ষে আরও চারজন মারা গিয়েছিলেন। এরা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের খরমপট্টি এলাকার বাসার গৃহকর্মী সদর উপজেলার যশোদল বীর দামপাড়া গ্রামের আলম মিয়ার স্ত্রী অঞ্জনা বেগম (৩৫) ও টিটুর বাসার দারোয়ান একই এলাকার মো. জুলকার (৫০), সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মবিন (৩২) ও নিউটাউন এলাকার একজন সবজি বিক্রেতা জুয়েল মিয়া (৩৫)। এদের মধ্যে প্রথম দুজন আশফাকুল ইসলাম টিটুর বাসায় আন্দোলনকারীদের অগ্নিসংযোগের ফলে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। মো. মবিন দেশীয় অস্ত্রের আঘাতে মারা গেছেন। আর জুয়েল মিয়া মাথায় গুলি লেগে মারা গেছেন।