# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে গত রোববারের তাণ্ডবের পর থেকে কার্যত ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। পুলিশ তাদের দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ফলে যানবাহন চলেছে ফ্রিস্টাইলে। তবে আজ বুধবার ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন আনসার সদস্যরা। কিন্তু প্রশিক্ষণের অভাবে তাদের পক্ষেও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। আনসারের পাশাপাশি স্কাউট, কোটা আন্দোলনের কর্মী এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের কর্মীরা যৌথভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছেন।
কেবল মোড়ে মোড়ে নয়, সারা শহরে পুরো রাস্তা জুড়েই তারা দায়িত্ব পালন করছেন। বিপরীতমুখি দুই সারি ছাড়া কোন যানবাহনকেই সারি থেকে বের হতে দেয়া হয়নি। আগে অ্যাম্বুলেন্সকেও কেউ জায়গা দিত না। এখন অ্যাম্বুলেন্সগুলো সহজেই গন্তব্যে যেতে পারছে। পথচারী আর যাত্রীদের মাঝে স্বস্তি দেখা গেছে।
কোটা আন্দোলনের কর্মী রফিকুল ইসলাম জানান, তাঁরা আন্দোলনে বিজয়ের পর রাস্তায় শৃংখলা ফেরানোর চেষ্টা করছেন। জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা ফিরোজ উদ্দিন ভূঁইয়া জানান, তিনি নিজে রোদে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন। অন্যদেরকেও দিক নির্দেশনা দিচ্ছেন। যে কারণে শহরে যান চলাচলে শৃংখলা ফিরে এসেছে।