# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরে এক যুবককে চুরির সন্দেহে ২৭ জুন বৃহস্পতিবার শহরের রাস্তা থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক শহরের আখড়াবাজার পিটিআই গলির মৃত রুহুল আমিনের ছেলে সাজু মিয়া (৩০)। তাকে একই গলির আবুল কাশেমের ছেলে পাপ্পু (৩০) ও ফিসারি লিংক রোডের আব্দুর রাজ্জাকের ছেলে রোমান (৩০) মোটরসাইকেলে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে আখড়াবাজার মসজিদের কাছে ফেলে রেখে যান বলে জানিয়েছেন সাজুর মা জুবেদা খাতুন ও সাজুর বড়ভাই রাজু মিয়া। ২৮ জুন শুক্রবার দুপুরে ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
জানা যায়, ফিসারি লিংক রোডের একটি কম্পিউটারের দোকানে কয়েকদিন আগে চুরি হয়েছিল। এর জন্য সাজুকে সন্দেহ করা হচ্ছিল। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাজু ফায়ার সার্ভিসের মোড়ে মুচি বিশু রবিদাসের কাছে জুতা সেলাই করতে যান। বিশু রবিদাস একটি চামড়ার খণ্ডাংশ দেখিয়ে এ প্রতিনিধিকে বলেন, সাজু নিজেই চামড়ার টুকরাটি নিয়ে এসে জুতাটি সেলাই করে দিতে বলেন। জুতা সেলাই করার পর সেখানেই সাজু কিছুক্ষণ দাঁড়ান। এমন সময় দুই যুবক এসে সাজুকে জোরপূর্বক একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যান। সদর থানার পুলিশ বৃহস্পতিবার বিকালে আখড়াবাজার মসজিদের পাশ থেকে সাজুকে মৃত উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা। সাজুর বিরুদ্ধে থানায় চুরি ও মাদকের সাতটির বেশি মামলা রয়েছে বলেও ওসি জানিয়েছেন। তবে সাজু হত্যার ঘটনায় পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
শুক্রবার সাজুদের বাসায় গিয়ে দেখা গেছে, বাসার সবাই বিমর্ষ হয়ে বসে আছেন। মা জুবেদা খাতুন বলেন, ‘আমার পুতে অপরাধ করলে থানা আছিল। মামলা করতে পারতো। ওদের কোন মায়াদয়া নাই। আমার পুতটারে পিটাইয়া মাইরা ফালাইল।’ তিনি জানান, তাঁর চার ছেলে দুই মেয়ের মধ্যে সাজু ছিলেন তৃতীয়। তিনি বিয়ে করেননি। তিনি ছেলে হত্যার উপযুক্ত বিচার চান। এদিকে সাজুর বড়বোন ইয়াসমিন জানান, তিনি ঢাকায় যুগান্তর পত্রিকা অফিসে ক্লিনারের চাকরি করেন। ভাই হত্যার খবর পেয়ে বাসায় এসেছেন। সাজুর বড়ভাই রাজু তাড়াইলে একটি ছাপাখানায় কাজ করেন। তাঁরাও ভাই হত্যার বিচার চান। পুলিশ এবং র্যাব সদস্যরা নিহতের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন বলেও তঁাঁরা জানিয়েছেন। লাশ শুক্রবার বিকালে এলাকার গোরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা জুবেদা খাতুন বাদী হয়ে পাপ্পু ও রোমানের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত পাপ্পু ও রোমান পলাতক। পাপ্পুর মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও ফোনটি বন্ধ পাওয়া যায়।