• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নদীপাড়ে শরতের কাশফুলে বিমোহিত প্রকৃতিপ্রেমীরা অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেপ্তার ৩

কাদাজলে রাস্তা একাকার মাপজোখেই থেমে আছে

কদমতলী বাজার-নন্দিপাড়া সড়কের বেহাল দশা -পূর্বকণ্ঠ

কাদাজলে রাস্তা একাকার
মাপজোখেই থেমে আছে

# নিজস্ব প্রতিবেদক :-
করিমগঞ্জের একটি গ্রামীণ রাস্তা বছরের পর বছর ভোগাচ্ছে এলাকার হাজার হাজার মানুষকে। বৃষ্টি এলেই পুরো রাস্তা কাদাজলে একাকার হয়ে যায়। যানবাহন দূরে থাক, তখন পায়ে হেঁটে চলাও দুষ্কর হয়ে দাঁড়ায়। বছর তিনেক আগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ দুই কিলোমিটার ১৯ মিটার রাস্তাটি পরিমাপ করে এক কিলোমিটার জায়গা সোলিং করে রেখেছে। বাকি রাস্তাটুকু চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কদমতলী বাজার থেকে নন্দিপাড়া পর্যন্ত এ রাস্তাটি পাকাকরণের দাবিতে নানাভাবে এলাকাবাসী বিভিন্ন মহলে দাবি জানিয়ে আসছেন। শতাধিক এলাকাবাসীর গণস্বাক্ষরসহ কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর কাছে বছরখানেক আগে স্মারকলিপি দেওয়া হয়েছে। এরপরও কোন কাজ হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। রাস্তাটির জন্য দীর্ঘদিন ধরে জনগণ দুর্ভোগ পোহাচ্ছেন। নানশ্রী, মধ্য নানশ্রী, পূর্ব আলমদীপাড়া, দক্ষিণ নন্দিপাড়াসহ কয়েক গ্রামের জসিম উদ্দিন, আবু সাঈদ, লুৎফর রহমান, অলিউল্লাহ, শহীদুল্লাহ, ধনু মিয়াসহ শতাধিক এলাকাবাসীর স্বাক্ষরে রাস্তাটি পাকাকরণের দাবিতে সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। এতে বলা হয়েছিল, করিমগঞ্জ উপজেলা সদর ও জেলা সদরসহ এলাকার নানশ্রী হাইস্কুল, একটি দাখিল মাদ্রাসা, নানশ্রী মুদির বাজার ও কদমতলী বাজারে যাতায়াতের এটিই একমাত্র রাস্তা। এলাকাবাসীর পাশাপাশি শিক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তা ধরে অনেক চাকরিজীবীকেও চরম কষ্ট স্বীকার করে কর্মস্থলে যেতে হয়। এমনকি গর্ভবতীসহ জটিল রোগীদের হাসপাতালে নেওয়ার সময় করুণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
মধ্য নানশ্রী গ্রামের বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা আমিনুল হক জানিয়েছেন, একবার তার বড়ভাই মারা গেলে তার লাশটি গাড়ি বা অ্যাম্বুলেন্স দিয়ে বহন করা যায়নি। কাঁধে করে নিতে হয়েছে। তার মা অসুস্থ হলে তাকেও বাড়ি থেকে চিকিৎসকের কাছে কাঁধে করে নিতে হয়েছে। মধ্য নানশ্রী গ্রামের কৃষক লুৎফর রহমান, ব্যবসায়ী লাল মিয়াসহ অনেকেই তাদের ভোগান্তির কথা জানিয়ে অবিলম্বে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন।
এদিকে জেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলি মো. আমিরুল ইসলামকে গতকাল বুধবার এ ব্যাপারে প্রশ্ন করলে বলেন, রাস্তাটির বিষয়ে কয়েক দিনের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কছে সংসদ সদস্যের ডিও লেটার পাঠিয়ে দেওয়া হবে। ফলে রাস্তার কাজটি দ্রুতই শুরু করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *