ব্র্যাকের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত অংশগ্রহণকারীবৃন্দ -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর আয়োজনে সদর উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেলের সভাপতিত্বে আজ ২৬ জুন বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম। সভায় সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তারের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক গোলাম শফিউল আলম, আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল বাতেন, সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর কর্মকর্তা ফৌজিয়া আক্তার প্রমুখ।