• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নদীপাড়ে শরতের কাশফুলে বিমোহিত প্রকৃতিপ্রেমীরা অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেপ্তার ৩

শিশুপুত্র ‘হত্যার’ বিচারে বাবার সংবাদ সম্মেলন

লিখিত বক্তব্য পাঠ করছেন আফফানের বাবা সারওয়ার-এ-জাহান -পূর্বকণ্ঠ

শিশুপুত্র ‘হত্যার’ বিচারে
বাবার সংবাদ সম্মেলন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের একটি প্রাইভেট ক্লিনিকে নিউমোনিয়ায় আক্রান্ত সাড়ে চার বছরের শিশু শামীম ইয়াসার আফফানের গলায় অস্ত্রোপচার করা হয়েছিল। অবস্থা বেগতিক হলে ঢাকার একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর সেখানেই মারা যায়। এটিকে হত্যাকাণ্ড দাবি করে শিশুটির বাবা কৃষি কর্মকর্তা সারওয়ার-এ-জাহান উপল ২২ জুন শনিবার দুপুরে কিশোরগঞ্জ দেওয়ানি আদালত আইনজীবী ভবনে সংবাদ সম্মেলন করে এর বিচার ও দায়ী চিকিৎসকদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন। অচিরেই সঠিক বিচার না পেলে আইনী পদক্ষেপ নেবেন বলেও সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের শুরুতেই আফফানের বাবা সারওয়ার-এ-জাহান উপল লিখেছেন, ‘একজন হতভাগ্য পিতা পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক কাজ পিতার কাঁধে সন্তানের লাশ নিয়ে দাফন করে আপনাদের সামনে হাজির হয়েছি।’ লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর চার বছর সাত মাসের একমাত্র ছেলে আফফান ঠাণ্ডায় কাশি ও গলা ব্যথায় আক্রান্ত হয়েছিল। তাকে গত ২৪ এপ্রিল কিশোরগঞ্জ শহরের প্রাইভেট ক্লিনিক মেডিল্যাব হেলথ সেন্টার লিমিটেডের নাক, কান, গলার চিকিৎসক মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমনের কাছে নিয়ে গেলে তিনি কয়েকটি পরীক্ষা দেন। পরদিন পরীক্ষার রিপোর্ট দেখে ডা. সুমন ও অ্যানিসথেটিস্ট ডা. আবু তাহের মিয়া এদিনই অস্ত্রোপচারের কথা বলেন। না হয় শিশুটির চরম ক্ষতি হয়ে যাবে বলে জানান। এসময় শিশুটির বাবা এ রকম অবস্থায় অস্ত্রোপচার করা ঠিক হবে কি না প্রশ্ন করলে দুই চিকিৎসক বললেন, অস্ত্রোপচার করলেই সব ঠিক হয়ে যাবে। ফলে ২৫ এপ্রিল রাত ১০টায় অস্ত্রোপচার করা হয়। এর পর থেকেই আফফানের শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। তাকে অক্সিজেন দিতে হয়। ২৬ এপ্রিল বিকালে শ্বাসকষ্ট প্রকট রূপ নিলে ওই চিকিৎসকদ্বয় আফফানকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এদিন রাত ১১টায় আফফানকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে মুমূর্ষু অবস্থা দেখে তারা রোগী ভর্তি করেনি। নিরুপায় হয়ে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানকার চিকৎসকরা কিশোরগঞ্জের এক্সরে ফিল্ম ও রিপোর্ট দেখে প্রতিবেদনে লিখেছেন, ‘শিশুটি মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত’। সেখানে ২১ দিন ভর্তি থেকে ১৭ মে সন্ধ্যা পৌনে ৮টায় শিশুটি মারা যায়।
সারওয়ার-এ-জাহান বলেন, সাত কর্মদিবসের মধ্যে মেডিল্যাবের দুই চিকিৎসকের নিবন্ধন বাতিল দাবি করে গত ২৩ মে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগসহ স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু সিভিল সার্জন কার্যালয় থেকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের কিছুই অবহিত করা হয়নি। ফলে গত ৩ জুন কিশোরগঞ্জ জজ আদালতের সামনে পরিবার ও এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মাববন্ধন কর্মসূচী পালন করা হয়। এর পরও কোন প্রতিকার না পেয়ে আজ সংবাদ সম্মেলন করেছেন বলে আফফানের বাবা সারওয়ার-এ-জাহান উপল জানিয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবারের সদস্যসহ শুভানুধ্যায়ীদের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সারওয়ার-এ-জাহান উপল জানিয়েছেন, ‘স্ত্রী আফসারা ইয়াসমিন মুনা, ছেলে শামীম ইয়াসার আফফান ও মেয়ে সামারা ইয়াসার আরশিয়াসহ (২) চারজনের একটি সুন্দর সংসার ছিল। সব তছনছ হয়ে গেল।’ আফফানের অস্ত্রোপচারের বিষয়ে কথা বলার জন্য ডা. তৌফিকুল ইসলাম সুমনকে তার মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, তিনি স্মারকলিপির কপি ওই দিনই স্বাস্থ্য অধিপ্তরের পাঠিয়ে দিয়েছেন। এর প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত ১১ জুন তাঁর কাছে এ বিষয়ে তদন্ত কমিটি করার জন্য একটি চিঠি এসেছে। চিঠি পাওয়ার পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য চিঠিতে বলা হয়েছে। এর প্রেক্ষিতে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলম মেডিক্যাল কলেজের নাক, কান, গলা বিভাগের সহকারী অধ্যাপককে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। অন্য তিন সদস্য হলেন অত্র মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক, অ্যানেসথেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক ও ডেপুটি সিভিল সার্জন। তবে সদস্যদের নাম বলতে অপরাগতা প্রকাশ করেছেন ডা. হেলাল উদ্দিন। অভিযুক্ত ডা. আবু তাহের মিয়া হজ্ব পালন করতে গেছেন। সেই কারণে তদন্ত সম্পন্ন করার জন্য সময় চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ডা. হেলাল উদ্দিন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সারওয়ার-এ-জাহানের বোন অ্যাডভোকেট ইশরাত জাহান রুমা, এলাকাবাসী ও জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, ১নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন ইদু, এলাকাবাসী অ্যাডভোকেট রূপক রঞ্জন রায়, আফফানের দাদা হোসেন সারোয়া লিটন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *