# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ২৩ জুন রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান ও সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন লিটন। এসময় পাশে ছিলেন, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম ক্বারী, সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. এমরান মিয়া, যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. কামাল উদ্দিন, সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. আলমগীর হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মুস্তাফিজুল হক মুছা, সদস্য সচিব মো. বদিউল আলম নাঈম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত ভৌমিক, সাধারণ সম্পাদক ওয়ালিদ রবিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তার চায়না, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. লিপি আক্তার, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা আক্তার শিউলি ও সাধারণ সম্পাদক মোছা. নার্গিস বেগমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে কুলিয়ারচর বাজার শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।