# নিজস্ব প্রতিবেদক :-
এক যুবককে থাপ্পর মারার প্রতিশোধ হিসেবে অপর যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় দুজনকে পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জে।
করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, উপজেলার জঙ্গলবাড়ি এলাকার শহীদুল ইসলামের ছেলে সৌরভ হোসেন বাবু (২২) মাস ছয়েক আগে পার্শ্ববর্তী কাদিরজঙ্গল গ্রামের চুন্নু মিয়ার ছেলে আকাশকে থাপ্পর মেরেছিলেন। এর প্রতিশোধ হিসেবে আকাশের বড়ভাই সাগর কয়েক বন্ধুকে নিয়ে শুক্রবার রাতে এলাকার দেওয়ানগঞ্জ বাজারের কাছে বাবুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় বাবুকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যে দুজনকে আটক করা হয়েছে এদের নামও বাবু বলে জানিয়েছেন ওসি মিজানুর রহমান। মামলার প্রস্তুতি চলছে। নিহত সৌরভ হোসেন বাবু জেলা শহরের বড়বাজারের মনিহারি দোকানের কর্মচারী ছিলেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ মর্গে তার ময়না তদন্ত হয়েছে।