• মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা নদীপাড়ে শরতের কাশফুলে বিমোহিত প্রকৃতিপ্রেমীরা অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ

চাল আত্মসাতে মামলা চেয়ারম্যান পলাতক

বক্তব্য রাখছেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মামুন আল মাসুদ খান -পূর্বকণ্ঠ

চাল আত্মসাতে মামলা
চেয়ারম্যান পলাতক

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের এক ইউপি চেয়ারম্যান ভিজিএফের এক টন ৮২০ কেজি চাল আত্মসাত করেছেন। ট্যাগ অফিসার বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। চেয়ারম্যান পলাতক। এ ঘটনার বিচার দাবিতে এলাকায় মানববন্ধন হয়েছে।
মামলার বাদী সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা চাল বিতরণের ট্যাগ অফিসার নবী হোসেন জানিয়েছেন, সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে ঈদের আগে ভিজিএফের চাল বরাদ্দ হয়েছিল ৪৪ টন ৪৭০ কেজি। এসব চাল ১০ কেজি করে ৪ হাজার ৪৪৭ জনকে দেওয়ার কথা ছিল। কিন্তু ১৪ ও ১৫ জুন কিছু চাল বিতরণ করে বাকি চাল গুদামে রাখা হলেও ১৬ জুন গিয়ে সেখান থেকে এক টন ৮২০ কেজি চাল কম পাওয়া যায়। এ ঘটনায় নবী হোসেন বাদী হয়ে ওই দিনই ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ তারু ও চৌকিদার সোহাগ মিয়াসহ অজ্ঞাত ৫-৭ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা মামলার তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া ইউনিয়নের তিনজন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ফতেমা আক্তার, মোছা. ময়না এবং মোছা. রুমা আক্তারও এ বিষয়ে স্থানীয় এমপি ডা. জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক, স্থানীয় সরকারের উপপরিচালক, দুদক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন। তবে চেয়ারম্যান পলাতক আছেন। তার সাথে কথা বলার জন্য ফোন করলেও ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
চাল আত্মসাতের ঘটনায় বৃহস্পতিবার বিকালে মাইজখাপন ইউনিয়নের জালালপুর চেয়ারম্যান বাজারে এলাকাবাসী মানববন্ধন করেছেন। সেখানে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মাইজখাপনের সাবেক চেয়ারম্যান মো. মফিজ উদ্দিন, ৭,৮,৯ নং ওয়ার্ড মেম্বার মোছা. ময়না, ৪,৫,৬ নং ওয়ার্ড মেম্বার ফাতেমা আক্তার, স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান, ইকবাল মাস্টার প্রমুখ। বক্তাগণ অবিলম্বে চেয়ারম্যানের গ্রেপ্তার দাবি করে বলেন, তিনি টিসিবি কার্ডসহ বিধবা ভাতা, বয়ষ্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার কার্ড বিক্রি করে টাকা রোজগার করেন। মহিলা মেম্বারদের প্রত্যেকের জন্য ৩০০টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়ার কথা। কিন্তু চেয়ারম্যান মাত্র ৬০টি করে কার্ড দিতে চান। প্রতিবাদ করলে মহিলা মেম্বারদের অকথ্য ভাষায় গালাগাল করেন, মারপিটের হুমকি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *