• মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা নদীপাড়ে শরতের কাশফুলে বিমোহিত প্রকৃতিপ্রেমীরা অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ

ভারতীয় চিনি আমদানিতে ছাত্রলীগ নেতা আসামী, দল দায়িত্ব নেবে না

ভারতীয় চিনি আমদানিতে
ছাত্রলীগ নেতা আসামী
দল দায়িত্ব নেবে না

# মোস্তফা কামাল :
কিশোরগঞ্জ শহরের বড়বাজারের ব্যবসায়ী জনির আমদানি করা ২৩০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করেছে সদর থানার পুলিশ। এ ঘটনায় বাসের চালক রাতুল মিয়া (২৮) ও হেলপার রাজিব মিয়াকে (২২) আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে চার ব্যক্তি- চিনির মালিক বড় বাজারের ব্যবসায়ী জনি, ট্রাকের চালক ও হেলপার এবং জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি আল জুবায়ের নিয়াজকে আসামী করা হয়েছে। অজ্ঞাত আসামী ৫-৬ জন। জানিয়েছেন সদর থানার ওসি মো. গেলাম মোস্তফা।
তবে চিনি কেলেঙ্কারির সঙ্গে ছাত্রলীগ বা দলের কেউ জড়িত থাকলে তাদের বিষয়ে দল কোন দায়িত্ব নেবে না। পুলিশ যাদের দোষী পাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল। দলকে বদনামের হাত থেকে বাঁচাতে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক, এটাই তাঁরা কামনা করেন। নতুন নতুন নেতারা দলের শীর্ষস্থানীয় প্রবীণ অভিজ্ঞ ত্যাগী নেতাদের অবজ্ঞা করে চলেছেন বলেও তাঁরা মন্তব্য করেছেন।
এদিকে চিনি চোরাচালানের সাথে জেলা ছাত্র লীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং কিশোরগঞ্জ-২ আসনের এমপি পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের ছেলে তৌফিকুল হাসান সাগরও জড়িত আছেন বলে প্রচারণা রয়েছে। চিনি পাচারের বিষয়ে বিভিন্ন ডিজিটাল প্রযুক্তিতে তাদের টাকা নেলদেন ও কথোপকথনেরও অভিযোগ রয়েছে। প্রতি ট্রাকে ১৫ হাজার টাকা কমিশন থাকে। আর অনলাইনে শহরের ঈশাখাঁ রোডের একটি বেসরকারী ব্যাংক হিসাবে ভাগের টাকা যায় বলেও শোনা যাচ্ছে। তবে ছাত্র লীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের নাম সাবেক সহসভাপতি নিয়াজের কর্মীরা প্রচার করছেন বলে সুমন পাল্টা অভিযোগ করেন। এমপি সোহরাব উদ্দিনের ছেলে তৌফিকুল হক সাগারের দুটি মোবাইল ফোন নম্বরে ফোন করলেও তিনি রিসিভ করেননি। বাবা সোহরাব উদ্দিন এমপি জানিয়েছেন, অন্য কেউ চিনি চোরাচালানির সাথে জড়িত থাকলে থাকতে পারেন। কিন্তু তাঁর ছেলে সাগর এসবের সাথে জড়িত নন।
গত ১৬ জুন ভোরে সদর উপজেলার বগাদিয়া এলাকা থেকে ২৩০ বস্তা চিনিসহ দি বারাকাহ্ ট্রন্সপোর্ট এজেন্সির ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-৬৬৬৮) পুলিশ আটক করেছে। ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন, দুজন ছাড়া এখন পর্যন্ত আর কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেলা ছাত্র লীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করে বলেছেন, ‘ছাত্র লীগের নামে কেউ কেউ চিনি চোরা চালানে জড়িত ছিলেন। নিজেদের মধ্যে গোলমালও হয়েছে। আমি পুলিশকে বলেছিলাম, ছাত্র লীগের নাম ভাঙিয়ে যেন কেউ এসব করতে না পারে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। এরই মধ্যে একটি চিনিবাহী ট্রাক ১৬ জুন জেলা ছাত্র লীগের সাবেক সহসভাপতি আল জুবায়ের নিয়াজের লোকেরা ছিনতাই করার সময় পুলিশ আটক করেছে। এখন নিয়াজের কর্মীরাই আমার নাম প্রচার করছে। বিভিন্ন মিডিয়ার কাছে আামর নাম ছড়াচ্ছে।’ এদিকে আল জুবায়ের নিয়াজের মোবাইলে ফোন দিয়ে সেটি বন্ধ পাওয়া যায়।
আটক ট্রাকের মালিক কটিয়াদীর বাসিন্দা তপন মিয়া জানিয়েছেন, ট্রাকটি বড় বাজারের ব্যবসায়ী জনি ১২ হাজার টাকায় ভাড়া করে ঢাকা থেকে চিনি বোঝাই দিয়েছিলেন। তবে এগুলি যে ভারতের চোরাই চিনি, তা তিনি জানতেন না। এর জন্য একান্তই ব্যবসায়ী জনি দায়ী বলে তিনি মন্তব্য করেছেন।
এদিকে বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম জানিয়েছেন, বড় বাজারের কয়েকজন ব্যবসায়ী চোরাই পথে ভারতীয় চিনি আমদানি করেন বলে তিনি শুনেছেন। তবে তাদের নাম বা সংখ্যা তিনি বলতে পারেননি। তিনি বলেন, ভারতীয় চিনির কারণে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ছাড়া সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এগুলি দমন করা উচিত বলে তিনি মনে করেন।
স্টেশন রোডের নিয়ামত স্টোর নামে ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মিজানুর রহমান শাহীন বলেছেন, তাঁরা এখন চিনি বিক্রি করছেন ১৩০ টাকা কেজি। কিন্তু ভারতীয় নিম্নমানের চিনি অনেক ব্যবসায়ী ১১৫ টাকা কেজি বিক্রি করে ফেলেন। যে কারণে ভোক্তারা ১৫ টাকা কম পেয়ে এসব চিনি কিনছেন। বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভারতীয় চিনিতে মোটা এবং চিকন দানার মিশেল থাকে এবং মিষ্টিও কম বলে তিনি জানিয়েছেন। অনেক ব্যবসায়ী ভারতীয় চিনি নিজেরা এক কেজি করে প্যাকেট করে তাতে নিজেদের প্রতিষ্ঠানের ট্যাগ ব্যবহার করে বিক্রি করছেন বলেও মিজানুর রহমান শাহীন জানিয়েছেন।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী জানিয়েছেন, ভারতীয় চিনি আমদানির সাথে বর্তমান ও প্রাক্তন ছাত্রলীগ নেতাদের যেমন কারও কারও সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যাচ্ছে, পাশাপাশি ছাত্র লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কেউ কেউ এই সুযোগে পরস্পরকে ঘায়েল করারও সুযোগ নিচ্ছেন। তবে প্রকৃত পক্ষে যারা এসব কেলেঙ্কারির সঙ্গে জড়িত, তাদেরকে যেন সঠিক তদন্তের মাধ্যমে পুলিশ আইনের আওতায় নিয়ে আসে, সেই আহবানও তিনি জানিয়েছেন।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাতে ভৈরবের পুলিশ ট্রমা সেন্টার এলাকা থেকে ১৫ টন চিনি বোঝাই ট্রাকসহ তিনজনকে আটক করেছিল। আটককৃতরা ছিলেন রাজাপুর এলাকার শাহীন হাওলাদার (৩৮), নাটোরের লালপুর উপজেলার গোপালপুর এলাকার মো. শাওন (২৫) ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মুন্সিপাড়ার আসিফ হোসেন (২৪)।
গতবছর ৬ সেপ্টেম্বর সদর উপজেলার মহিনন্দ এলাকা থেকে র‌্যাব ১৪ টন ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করেছিল। আটককৃতরা ছিলেন সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার জাহাঙ্গীর, তাড়াইলের কৌলিগাতি গ্রামের বায়েজিদ ও পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা এলাকার মো. আশরাফ।
গতবছর ১৫ ডিসেম্বর কুলিয়ারচরের ফরিদপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে ট্রলার থেকে পুলিশ ৩০৩ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করেছিল। এরা হলেন চিনির মালিক স্থানীয় ফরিদপুর গ্রামের সুমন মিয়া (৩০) ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের ট্রলার মালিক নূরুল হক (৪৫)। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন উপজেলায় ভারতীয় অবৈধ চিনি আটক হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *